Viral Video: মানুষ নাকি রোবট? রেস্তোরাঁয় খাবার পরিবেশন শৈলী দেখে বিভ্রান্ত সকলেই, ভিডিও ভাইরাল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
এক ঝলক দেখলে তাকে বোবট বলে ভাবতে বাধ্য হবেন সকলে। রেস্তোরাঁয় এমনভাবে খাবার পরিবেশন করতে দেখে সেখানে আসা গ্রাহকরা সম্পুর্ণ বিভ্রান্ত। হ্যাঁ রোবটের বেশে এক মহিলা ওয়েটারকে খাবার সার্ভ করতে দেখে সকলেই রীতিমত অবাক। আর সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও ভাইরাল হতেই তা দেখেছেন কয়েকলক্ষ মানুষ।