• ‌ গেরুয়া পোশাক পরে স্কুলে পড়ুয়ারা, প্রশ্ন করায় প্রিন্সিপালের যা হাল হল!‌ ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গেরুয়া পোশাক পরে স্কুলে এসেছিল বেশ কিছু পড়ুয়া। এই বিষয়ে স্কুলের প্রিন্সিপাল পড়ুয়াদের প্রশ্ন করায় জুটল মার। মাঞ্চেরিয়াল জেলার স্কুলটির নাম ব্লেসড মাদার টেরেসা হাই স্কুল। হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরের কান্নেপল্লি গ্রামে অবস্থিত স্কুলটি। প্রিন্সিপাল জেমান জোসেফ জানিয়েছেন, দু’‌দিন আগে বেশ কিছু পড়ুয়া গেরুয়া পোশাক পরে স্কুলে এসেছিল। এই বিষয়ে তিনি প্রশ্ন করলে পড়ুয়ারা জানায়, তারা ২১ দিনের ‘হনুমান দীক্ষা’ পালন করছে। এরপর প্রিন্সিপাল ছাত্রদের বিষয়টি নিয়ে কথা বলতে অভিভাবকদের ডেকে পাঠিয়েছিলেন। এর মধ্যেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যেখানে এক ব্যক্তি দাবি করেন, প্রিন্সিপাল হিন্দুদের পোশাক পরতে নাকি বাধা দিচ্ছেন। এরপরই হামলা হয় কান্নেপল্লি গ্রামের ওই স্কুলে। অপর একটি ভিডিওয় দেখা গেছে, গেরুয়া পোশাক পরা এক ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে স্কুলের দরজা–জানলা ভাঙছেন। দুই শিক্ষিকা হাতজোড় করে ভাঙচুর বন্ধ করার আবেদন জানাচ্ছেন। পুলিশকর্মীরা হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন। স্কুল চত্বরে মাদার টেরেসার মূর্তিতে পাথর ছুড়তেও দেখা গিয়েছে ওই ভিডিওতে। প্রিন্সিপালকে মারধর করে তাঁকে জোর করে তিলক পরানোর অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এত কিছুর পরেও পুলিশ প্রিন্সিপাল এবং স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা করেছে। 
  • Link to this news (আজকাল)