• গুজরাটের ট্রাফিক পুলিশের সুরাহা করল ‘এসি হেলমেট’
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  গরমেতে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। লোকসভা ভোটের পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের পারদও। গুজরাটের ভদোদরাতে ট্রাফিক পুলিশ গরম মোকাবিকায় নতুন পন্থা বের করল। তাঁদের সকলের মাথায় এখন রয়েছে এসি হেলমেট। নতুন এই হেলমেট ট্রাফিক পুলিশকে কিছুটা হলেও স্বস্তি দেবে। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় কাজ করা ট্রাফিক অফিসারদের কিছুটা হলেও স্বস্তি দেবে এই এসি হেলমেট। ট্রাফিক পুলিশের মাথা ঠাণ্ডা রাখবে এই হেলমেট প্রায় ৮ ঘন্টা। নয়া এই এসি হেলমেট দেখে অনেকেই জানিয়েছেন রাজ্যের অন্য স্থানেও এই এসি হেলমেট চালু করা হোক। ডিসিপি ট্রাফিক আরতি সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে এই হেলমেটের ব্যবহার শহরের ৬ টি প্রধান স্থানে করা হয়েছে। তবে এর সফলতা দেখে অন্যত্রও এর ব্যবহার করা হবে।    
  • Link to this news (আজকাল)