• ‌বড় কাছারি মন্দির এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ৭০ দোকান, ভোটের মুখে রাজ্যের আরও জায়গায় লাগল আগুন ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মুখে রাজ্যের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন ধরে যায় বিষ্ণুপুর থানার বাখড়াহাট বড় কাছারি মন্দিরের কাছে। আগুনে ঝলসে যায় প্রায় ৭০টি দোকান। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। প্রসঙ্গত, গতকালই এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। এদিকে, হাবড়ার যশোর রোডে একটি ফটোকপির দোকানে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। থানার পুলিশ কর্মীরা আগুন দেখে খবর দেন দমকলে। দু’টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফটোকপির দোকানে একটি চায়ের দোকান ছিল। অনুমান সেখান থেকেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এদিকে, আমডাঙার কাছারি এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আবার উলুবেড়িয়ার নিমদিঘি ১৬ জাতীয় সড়কের ধারে তিনটি ঝুপড়ি দোকান আগুন প্রায় ঝলসে গেছে। জানা গেছে আগুন লাগে একটি গাড়িতেও। দমকল সূত্রে খবর, ঝুপড়ির পাশে থাকা ময়লা আবর্জনায় প্রথমে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে জমে থাকা কয়েকশো সবজির প্লাস্টিকে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, পুরুলিয়ার দেশবন্ধু রোডে বিএসএনএল আবাসন লাগোয়া একটি মাঠে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওখানে প্রচুর ফাইবার পাইপ–সহ দাহ্য পদার্থ মজুত ছিল। কোনওভাবে সেখানেই আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডের জেরে পুরুলিয়া বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে ব্যাপক যানযট দেখা দেয়।
  • Link to this news (আজকাল)