• ‌রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত এগরা, সকাল অবধি রাজ্য সড়ক অবরোধ ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হন চার জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করতে বাধ্য হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ টিয়ার গ্যাসের সেলও ছোড়ে। চার রামভক্তকে আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে আসেন। এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বাক–বিতণ্ডায় জড়ান অগ্নিমিত্রা। ‘‌রাম ভক্তদের’‌ ছেড়ে দেওয়ার দাবি তুলে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাতভর বেলদা–কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ‘রামভক্ত’ ও বিজেপি কর্মীরা। ভোর ছটা পর্যন্ত চলে বিক্ষোভ। 
  • Link to this news (আজকাল)