• ‌উত্তরবঙ্গ সফর বাতিল রাজ্যপালের, বিবৃতি দিয়ে জানালেন কারণ ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম দফার ভোটের দিন কোচবিহারে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যপাল বোসকে না যাওয়ার অনুরোধ করেছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করেছিল তৃণমূল। অভিযোগ ছিল, নির্বাচনী বিধি ভেঙে ভোটের দিন এবং আগের দিন উত্তরবঙ্গের লোকসভা ক্ষেত্রে সফর করতে চলেছেন রাজ্যপাল বোস। এই সফর ঘিরে বিতর্ক দেখা দিতেই ভোটের সময় উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিবৃতি দিয়ে তিনি জানান, ‘‌ভোটের দিন মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমার সফরের রাজনীতিকরণ হচ্ছে। আমার দপ্তরের মর্যাদা কাউকে নষ্ট করতে দেব না। সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি নিজেকে রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করতেও দেব না।’‌ তিনি বলেন, ‘‌পিস রুমে থেকে মানুষের অভিযোগ শুনব। উত্তরবঙ্গ সফর বাতিল করলাম।’‌ প্রসঙ্গত, শুক্রবার ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। যদিও রাজভবন সূত্রে খবর ছিল, রাজ্যপাল শিলিগুড়িতে যাচ্ছেন। যে তিনটি কেন্দ্রে ভোট শুক্রবার, তার মধ্যে শিলিগুড়ি পড়ে না। তাই সফরে গেলেও কমিশনের বিধিভঙ্গের দায়ে তিনি পড়তেন না। যদিও বিতর্ক দেখা দিতেই সফর বাতিল করলেন রাজ্যপাল। 
  • Link to this news (আজকাল)