• বিজেপি থেকে তৃণমূলে যোগদান কাকলি ও রথীন ঘোষের হাত ধরে
    দৈনিক স্টেটসম্যান | ১৮ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন৷ নির্বাচন শুরু হওয়ার একদিন আগেও দলবদলের হিড়িক লক্ষ করা গেলো৷ বুধবার তৃণমূলের মধ্যমগ্রাম জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত ধরে প্রায় ৭০ থেকে ৮০ জন স্বতঃস্ফূর্ত ভাবে দলীয় পতাকা উড়িয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷
    এ প্রসঙ্গে মন্ত্রী রথীন ঘোষ বলেন, বিজেপি নেতা সনাতন বন্দোপাধ্যায় সহ মোট ৭০ থেকে ৮০ জন বিজেপি ও আইএসএফ নেতৃত্ব এদিন তৃণমূলে যোগদান করেছেন৷ প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন নির্বাচনের মুখে দলের হয়ে একনিষ্ঠ ভাবে কাজে করবেন৷ এদিনের যোগদান কর্মসূচিতে মন্ত্রী রথীন ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, কদম্বগাছির অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছা সর্দার, নাজিমূল কবির এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব৷ উল্লেখ্য, এদিন যোগদান কর্মসূচিতে আসার পূর্বেই দুর্ঘটনার কবলে পড়েন কাকলি৷ মাথায় চোট পান তিনি৷ তা সত্ত্বেও অসুস্থতা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান৷ নির্বাচনের মুখে দলবদল কোনো নতুন ঘটনা নয়৷ তবে গেরুয়া শিবির থেকে স্বতঃস্ফূর্ত ভাবে সবুজ শিবিরে যোগদানকে ইতিবাচক নির্দেশক হিসেবেই দেখছে দল৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)