• আগামিকালই ভোট! ৩ কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথ ও ভোটার কত' জেনে নিন খুঁটিনাটি...
    ২৪ ঘন্টা | ১৮ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের কাউন্টডাউন শুরু। বাকি নেই আর ২৪ ঘণ্টাও। রাত পোহালেই শুরু হয়ে যাবে রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায়, ১৯ এপ্রিল, উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। আজ সকাল থেকেই আসতে শুরু করেছেন ভোটকর্মীরা। তুঙ্গে তৎপরতা। গণতন্ত্রের বৃহত্তম উৎসব ঘিরে চারদিকে সাজো সাজো রব।একনজরে দেখে নেওয়া যাক এই ৩ কেন্দ্রের ভোটচিত্র:

    কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট বুথ ২০৪৩। তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৯৬।

    আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৬৭। তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৫৯।

    জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯০৪। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৩৯১।

    অর্থাৎ কাল প্রথম দফায় মোট ৫৮১৪ বুথের মধ্যে মোট স্পর্শকাতর বুথ ৭৪৬। 

    এখন কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। তারমধ্যে মহিলা ভোটার ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন। পুরুষ ভোটার ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন। তৃতীয় লিঙ্গ ৩৩ জন। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী। মোট ১১২ কোম্পানি  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট রাজ্য পুলিস মোতায়েন করা হয়েছে ৪০০০।ওদিকে কাল প্রথম দফায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ১১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন ভোটার। মোট ৬৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। সঙ্গে থাকছে ২৫০০ জন রাজ্য পুলিস। সব বুথেই থাকছে  ৬ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বুথের বাইরে থাকছে রাজ্য পুলিসের বিশেষ টিম। 
  • Link to this news (২৪ ঘন্টা)