• 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ায় ৩ যুবককে হেনস্থা, 'আল্লাহু আকবর' বলানোর চেষ্টা! ধৃত ৪
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় বেঙ্গালুরুতে তিনজনকে হেনস্থার অভিযোগ। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার বিদ্যারণ্যপুরার কাছে দুপুর ৩টে ২০ নাগাদ ডি পবন কুমার, বিনায়ক এবং রাহুল তাঁদের গাড়িতে করে ভ্রমণের সময় 'জয় শ্রীরাম' স্লোগান দিচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ির পাশ দিয়ে ক্রস করছিল মোটরসাইকেলে থাকা দু'জন যুবক। মোটরসাইকেলে থাকা দুই জন যুবকের মধ্যে একজন গাড়ির মধ্যে থাকা তিনজনকে লক্ষ্য় করে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। জয় শ্রীরাম স্লোগান থামাতে রীতিমতো হুমকি দেয় তারা।

    এই বচসার মধ্যেই একজন ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপোলড করে যা মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ভিডিয়োতে এক ব্যক্তিতে বলতে শোনা যাচ্ছে, 'জয় শ্রীরাম নয়, শুধু আল্লাহু আকবর'। গাড়ির বাইরে থাকা এক ব্যক্তির গলা থেকেই ভেসে আসে একথা। এই সময় গাড়ি থেকে নামে পবন, বিনায়ক ও রাহুল। ওই দু'জনকে বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় মোটরবাইকে থাকা ওই দুই অভিযুক্ত আরও তিনজনের সঙ্গে কুমার, বিনায়ক ও রাহুলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

    ঘটনার পুলিশের অভিযোগ দায়ের হয়েছে। বিদ্যারণ্যপুরা পুলিশ আইপিসি ধারা ২৯৫A (ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে)-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে, ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায়ে উচ্চারণ, শব্দ ইত্যাদি), ১৪৩ (বেআইনি সমাবেশ), ১৪৭ (দাঙ্গার জন্য শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায় দ্বারা আঘাত করা), ৩২৬ (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা), ৫০৬ (অপরাধী ভয় দেখানোর শাস্তি) এবং ১৪৯ (অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী), পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়ার চারজনের মধ্য়ে দু'জন নাবালক। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তারা সকলেই এমএস পালিয়ার বাসিন্দা।

    তদন্তে জানা গিয়েছে, ফরমান ও সমীর নামে দুই যুবক মোটরবাইকে চেপে যাচ্ছিল। ফরমানই জয় শ্রীরাম স্লোগানের বিরুদ্ধে আওয়াজ তুলে আল্লাহো আকবর স্লোগান দেয়। এমন কী সে আক্রান্তদের মধ্য়ে একজনের থেকে ধ্বজা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাইক চালাচ্ছিল সমীর। গাড়ি থেকে নেমে অপর দুই আক্রান্ত তখন একটি লেন বরাবর ফরমানকে ধাওয়া করেছে। কিছুক্ষণ পর আক্রান্তরা ফিরে এসে গাড়িতে ওঠেন। সেই সময় ফের সঙ্গে করে বেশ কয়েকজন যুবকের দলবদল এনে সমীর ও ফরমান তাঁদের উপর চড়াও হয়। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
  • Link to this news (এই সময়)