• ED On Arvind Kejriwal: 'সুগার দেখিয়ে জামিনের চেষ্টা! জেলে ইচ্ছাকৃত আম, মিষ্টি খাচ্ছেন কেজরিওয়াল', দাবি ইডির
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পরই দিল্লি কোর্টে কেজরিওয়াল আবেদন করেন যাতে তাঁর সুগার লেভেল মনিটর করা হয়।এই মামলার শুনানির সময় ইডি দাবি করেছে, জেলে জোর করে আম, মিষ্টি খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি জোর করে চায়ে চিনি নিয়েও খাচ্ছেন কেজরিওয়াল। ইডির দাবি, এইভাবে নিজের সুগর লেভেল বাড়িয়ে সেই কারণ দেখিয়ে কেজরিওয়াল আসলে নিজের জমি পোক্ত করছেন তাঁর জামিনের জন্য। যাতে তাঁরসুগার লেভেল ওঠা নামা করছে এমনটা তুলে ধরে নিজের জামিনেররাস্তা মসৃণ করতে পারেন, তার জন্যই তিনি জেলে জোর করে আম, মিষ্টি, চায়ে চিনি সব জোর করে খাচ্ছেন বলে দাবি করেছে ইডি।

    অন্যদিকে, সুগার লেভেল নজরে রাখতে দিল্লি কোর্টে আবেদন করে কেজরিওয়াল দাবি করেন, তাঁর ব্লাড সুগার লেভেল ওঠানামা করছে। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। কোর্টে দায়ের করা আর্জিতে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সপ্তহে তিনবার করে তাঁর ভিডয়ো কনফারেন্স করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার। এই মামলায় কোর্টে ইডির তরফে স্পেশাল কাউন্সিল ডোহেব হুসেন মামলার সওয়াল করেন। কোর্টে তিনি দাবি করেন, জেলের ভিতর জোর করে আম, মিষ্টি খাচ্ছেন কেজরিওয়াল। ইডির দাবি, এইভাবে সুগারের কারণ দেখিয়ে জামিনের রাস্তা পাকা করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।

    অন্যদিকে, কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন দাবি করেছেন, ইডির পক্ষের আইনজীবী মিডিয়ার নজর কাড়তে এই ধরনের মন্তব্য করছেন। এছাড়াও বিবেক জৈন বলেন, এই আবেদন সরিয়ে আরও একটি জোরালো আবেদন কোর্টে পেশ করবেন অরবিন্দ কেজরিওয়াল।

    এদিকে এই মামলায় জেল কর্তৃপক্ষের কাছে কেজরিওয়ালের ডায়েটের চার্ট চেয়ে পাঠিয়েছে। আগমিকাল ফেরএই মামলার শুনানির কথা আছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে তিহার জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। আপাতত ২৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের মেয়াদ বাড়িয়েছে ট্রয়ল কোর্ট। এর আগে জমিনের আবেদন করেও কোর্টে ধাক্কা খেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে তাঁর গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গ্রেফতারির মধ্যেও কেজরিওয়াল জনিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি কিছুতেই ইস্তফা দেবেন না।

    সুপ্রিম কোর্টে আবেদন করলেও প্রাথমিক শুনানি করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত।
  • Link to this news (এই সময়)