• গরমের ছুটিতেও স্কুলে আসতে হবে, সরকারি নির্দেশে মাথায় হাত শিক্ষকদের!
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • চলতি বছরের গরমের ছুটিতে ঘোরা-বেড়ানো হোক কিংবা বিশেষ প্ল্যানিং প্রোগাম! শিক্ষকদের সব প্ল্যানেই জল! কারণ এবার গরমের ছুটিতে কাজের নির্দেশ। গরমের ছুটি আর ঘোরা-বেড়ানোর প্ল্যানিং হবে না তা আবার হয় নাকি! সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। তবে এবার গরমের ছুটিতে মাথায় হাত শিক্ষকদের। ঘোরা-বেড়ানোর প্ল্যানে জল। এই বছর নিশ্চিন্তে ঘোরা-বেড়ানো সম্ভব হবে না। কারণ নয়া নির্দেশিকা এসেছে। গরমের ছুটিতে করত হবে কাজ।কথা হচ্ছে বিহারের। বিহারের সরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে। শিশুদের জন্য এক মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি থাকলেও শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের দফতর থেকে শিক্ষকদের গ্রীষ্মের ছুটিতে নিয়মিত স্কুলে আসার নির্দেশনা জারি করা হয়েছে। এই সময়ে পড়াশোনায় দুর্বল পড়ুয়াদের বিশেষ ক্লাস নিতে হবে।

    ১৫ এপ্রিল সোমবার থেকে গ্রীষ্মের ছুটি পড়েছে বিহারের সরকারি স্কুলগুলিতে। তবে এই প্রথমবার গ্রীষ্মের ছুটি পেয়েও খুশি নন বিহারের সরকারি স্কুলের শিক্ষকরা। তার কারণ গরমের ছুটিতেও স্কুলে বিশেষ ক্লাস নিতে হবে পড়াশোনার দুর্বল পড়ুয়াদের জন্য। নিয়মিত খোলা থাকবে হবে স্কুল। শিশুরাও স্কুলে আসবে। তাদের বিশেষ ক্লাস নিতে হবে পড়ুয়াদের। শনিবার এই সংক্রান্ত আদেশ জারি করেছেন জেলা শিক্ষা অফিসার কুন্দন কুমার। নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি স্কুল প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে। এতে সকল শিক্ষকের স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক।

    শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের অফিস থেকে জারি করা করা নির্দেশে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য এবং অনুপস্থিত শিশুদের প্রতিদিন এই বিশেষ ক্লাসে পড়ানো হবে। এ ছাড়া অন্য কোনও শিশু এই বিশেষ ক্লাসে লেখাপড়া করতে চাইতে তা করতেই পারে। বিশেষ ক্লাস শেষে শিশুদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিহরের শিক্ষা দফতর প্রতিদিন সরকারি স্কুল পরিদর্শন করার নির্দেশ দিলেও জেলা দফতরের আধিকারিকরা পরিদর্শনের কাজে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। এই পরিস্থিতিতে ব্লক শিক্ষা আধিকারিকদের যে অঞ্চলে তাঁরা কাজের জন্য নিযুক্ত রয়েছেন সেখানে কমপক্ষে ১০টি স্কুল পরিদর্শন রতে হবে। মঙ্গলবার জেলা শিক্ষা আধিকারিক সব ব্লক শিক্ষা আধিকারিকদের একটি বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)