বৈদ্যুতিন ভোটযন্ত্রের পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার দাবি উঠছে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সম্পূর্ণভাবে ইভিএম বাতিল করায় সায় না দিলেও, নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে বলে নির্বাচন কমিশনকে সাফ জানাল দেশের শীর্ষ আদালত। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কী পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চাইল আদালত।EVM এবং VVPAT- বিতর্ক নিয়ে কমিশনের উদ্দেশে বৃহস্পতিবার আদালত বলে, ‘ভোট প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে এখানে। ভোটপ্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা উচিত। যেমনটা হওয়া উচিত ছিল, তেমনটা হচ্ছে না বলে ভোট প্রক্রিয়া নিয়ে কারও মনে এমন কোনও আশঙ্কা থাকা উচিত নয়।‘EVM-এ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর সঠিক জায়গায় ভোট পড়ল কিনা, VVPAT স্লিপের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা নিয়ে আদালতে শুনানি চলছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর-এর তরফেও মামলা করা হয়েছে। তাদের দাবি, প্রতি বিধানসভায় ২০০ টি করে VVPAT থাকলেও, পাঁচটির বেশি ভো গণনার কাজে ব্যাবহৃত হয় না। VVPAT থেকে স্লিপ সংগ্রহ করে ভোটারদের ব্যালট বক্সে তা ফেলতে দেওয়ারসুযোগ থাকা উচিত এবং কারচুপি আটকাতে প্রত্যেকটি VVPAT স্লিপ গণনা করা উচিত বলে দাবি তাদের।কমিশনের তরফে এই মামলায় আদালতে সওয়াল-জবাব করছেন অভিজ্ঞ আইনজীবী মনিন্দর সিং। আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী নিজাম পাশা।এদিন আদালতে নিজাম জানান, EVM-এ ভোটদানের পর VVPAT স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া উচিত ভোটারদের। কিন্তু তাতে ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হবে না কি? জানতে চান বিচারপতি সঞ্জীব খান্না। জবাবে নিজাম জানান, গোপনীয়তা রক্ষার অধিকারের দোহাই দিয়ে ভোটারের অধিকার খর্ব করা অনুচিত।অন্য আরেক আবেদনকারীর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, সর্বক্ষণ বুথে VVPAT-এর আলো জ্বালিয়ে রাখা দরকার। কারণ বর্তমানে মাত্র সাত সেকেন্ডই সক্রিয় থাকে VVPAT-এর আলো। স্লিপ যে বেরোচ্ছে তা অবশ্যই দেখাতে হবে, তাতে গোপনীয়তা লঙ্ঘিত হবে না।আইনজীবী সঞ্জয় হেগড়েও শুধুমাত্র ইভিএমের উপর ভরসা করা অনুচিত বলে মন্তব্য করেন আদালতে। তিনি জানান, ভোটগণনা প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে হলে পৃথক গণনা প্রক্রিয়া চালু করা প্রয়োজন। এই প্রসঙ্গে কেরলের মক পোলের ফলাফলের প্রসঙ্গ আদালতে তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান, মক পোলে দেখা গিয়েছে, বিজেপির সপক্ষে বাড়তি ভোট পড়েছে। সেই নিয়ে সরকারি আইনজীবী মনিন্দর সিংয়ের কাছেো জবাব চায় আদালত।
VVPAT কী?VVPAT- ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল। একজন ভোটারকে ভোট সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং সে যে প্রার্থীকে সমর্থন করে তার কাছে গেছে কিনা তা দেখতে সক্ষম করে। VVPAT একটি কাগজের স্লিপ তৈরি করে যা একটি সিল করা কভারে রাখা হয় এবং কোনো বিরোধ থাকলে তা খোলা যেতে পারে।