'মোদী জিতলে এটাই শেষ নির্বাচন', বালুরঘাটে বিস্ফোরক মমতা
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদী ফের একবার জিতলে দেশে আর ভোট হতে দেবে না, বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার সভা করতে এসে জনতার সামনে এমনটাই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জানেন ইউনিফর্ম সিভিল কোড কী? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ। মানুষের কোনও অস্তিত্ব থাকবে না। তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, সাধারণ মানুষের কোনও অস্তিত্ব থাকবে না। একটা দল, একটা নেতা, দেশে আর গণতন্ত্র থাকবে না।'এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই নির্বাচনে মোদী যদি জেতেন, শেষ নির্বাচন, আর মানুষকে ভোট দিতে দেবেন না, সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। এনআরসি করে তাড়াবে, জেলগুলোকে ভর্তি করে দেবে। এখনই গণতন্ত্রের সবচেয়ে বড়ে জেল মোদী তৈরি করেছেন ভারতবর্ষে। বিরোধী দল দেখলেই, তার বিরুদ্ধে অত্যাচার, অনাচার, ব্যাভিচার।'
প্রসঙ্গত, বুধবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। সেখানেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, ধোঁয়াশাযুক্ত সিএএ বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে এবং ইউনিফর্ম সিভিল কোডও ভারতজুড়ে প্রয়োগ করা হবে না। ইস্তেহার প্রকাশের সময় তৃণমূল নেতা অমিত মিত্র জানান, তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্র সমস্ত প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। উল্লেখ্য ইস্তেহারে ১০টি 'দিদির শপথ'-এর কথা উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার মধ্যে ৯ নম্বর প্রতিশ্রুতি হিসেবে এনআরসি, সিএএ ও ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
লোকসভা নির্বাচনের ঠিক আগেই দেশে চালু করা হয়েছে নাগরীকত্ব সংশোধনী আইন বা সিএএ। আর প্রথম থেকেই এই সিএএ-র বিরোধিতা করে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বারেবারেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সিএএ কোনওভাবেই রাজ্যে লাগু করতে দেওয়া হবে না। বিভিন্ন প্রচার সভাতে গিয়েও এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সিএএ-এর মধ্যে দিয়েই এনআরসি করা হবে বলেও বহুবার আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সিএএ ও এনআরসি-কে মাছের মাথা এবং লেজের সঙ্গেও তুলনা করেছেন তৃণমূল নেত্রা। আর এদিন বালুরঘাটে ভোটই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।