Udayan Guha: উদয়ন গুহকে নিজের বুথে আটকে রাখার আর্জি বিজেপির
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
এই সময়, কোচবিহার: লোকসভা নির্বাচনের দিন উদয়ন গুহকে তাঁর নিজের বুথে আবদ্ধ রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাল বিজেপি। এ ব্যাপারে কমিশন ও পুলিশ অবজারভারকে লিখিত ভাবে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন খোদ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আগামিকাল, ১৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার প্রথম দফায় ভোট কোচবিহারে। সে দিন উদয়ন গুহ বাড়ির বাইরে বের হলে সুষ্ঠু ভাবে লোকসভা নির্বাচন করা সম্ভব হবে না বলে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামীও।বুধবার কোচবিহার শহরের চালতাতলায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু পুরোনো মামলা উসকে বিজেপির নাটাবাড়ি কেন্দ্রের বিধায়কের দাবি, ‘উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের দু’টি পুরোনো মামলা আছে। সেই উদয়ন নির্বাচনের আগে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন।’ নির্বাচনের দিন উদয়নকে যাতে নির্বাচন কমিশন তাঁর ঘরে রাখার ব্যবস্থা করে, সে ব্যাপারে পদক্ষেপ করার দাবি জানান মিহির। নাহলে সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনায় সমস্যা হবে বলে জানান তিনি।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা বলেন, ‘বিজেপি যাতে বিভিন্ন বুথে ছাপ্পা মারতে পারে, তাই আমাকে ঘরে আটকে রাখার নানা কৌশল নিয়েছে। তবে আমি একা নই। আমার মতো শত শত উদয়ন গুহ নির্বাচনের দিন বিজেপিকে কোনও অশান্তি করতে দেবেন না৷ তৃণমূলও চায় শান্তিপূর্ণ ভাবে অবাধ নির্বাচন হোক৷’
দিনহাটায় বিভিন্ন সংঘর্ষের ঘটনায় তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ এমনকী, দুই নেতা লোকসভা নির্বাচনের আগে নিজেরা মুখোমুখি বচসায় জড়িয়েছেন বেশ কয়েকবার৷ উদয়ন গুহের বিরুদ্ধে নিশীথের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। অন্য দিকে নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠদের বিরুদ্ধে উদয়ন গুহের কনভয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও দিনহাটা সফরে আসতে হয়। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন। লোকসভা নির্বাচনের দিন সেই উদয়নকেই তাঁর বুথে নজরদারিতে ঘেরাও করে রাখতে দাবি জানিয়েছে বিজেপি৷
২০০৮ ও ২০১৩ সালে ফরওয়ার্ড ব্লকে থাকার সময়ে দিনহাটার দু’টি ঘটনায় উদয়ন গুহের বিরুদ্ধে খুনের পুরোনো মামলার প্রসঙ্গ টেনে এনেছে বিজেপি। এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন মিহির গোস্বামী। এ দিন তাঁর অভিযোগ, দিনহাটা পুরসভায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পে ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে।
দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে এক নাগরিকের থেকে কেন্দ্রের প্রকল্পে ঘর দেওয়ার নামে দুই ভাগে ৪৫ হাজার টাকা কাটমানি নেওয়া হয়েছে। যদিও উদয়ন গুহ দাবি করেছেন, লোকসভা ভোটের মুখে তাঁর বিরুদ্ধে কোনও ইস্যু না পেয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে৷