• Election Commission : কোচবিহারে বোস যেতে পারবে না, জানাল ইসি
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • এই সময়: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহারের ভোট দেখতে যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন। শুক্রবার হাইভোল্টেজ ওই কেন্দ্রে বসেই ভোটে অশান্তি হচ্ছে কিনা, তাতে নজরদারি চালানোর ইচ্ছে ছিল বোসের। কিন্তু চিঠি দিয়ে কমিশন রাজভবনকে জানিয়ে দিয়েছে, ভোটের দিন রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধির পরিপন্থী।এই চিঠি পাওয়ার পরে রাজ্যপাল কোচবিহার সফর বাতিল করেছেন কিনা, তা অবশ্য রাজভবনের পক্ষ থেকে জানানো হয়নি। উল্লেখ্য,বৃহস্পতিবার রাজ্যপাল কোচবিহার রওনা হতে চেয়েছিলেন। তাঁর কর্মসূচির কথা রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল নির্বাচন কমিশনকেও।

    সূত্রের খবর, রাজ্যপালকে বুধবার চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, আপনি কোচবিহারের ভোটার নন। ফলে যেখানে ভোট, সেই এলাকায় থাকতে পারেন না। এছাড়াও বুধবার সন্ধ্যা ছ’টার পরে প্রথম দফার ভোটের সাইলেন্স পিরিয়ড শুরু হয়েছে। অর্থাৎ প্রচার পর্ব শেষ। ফলে নির্বাচনী এলাকায় ভোটার ছাড়া আর কেউ যেতে পারবেন না।

    এরপরেও রাজ্যপাল যদি কোচবিহার যান, তা হবে বিধিভঙ্গের সামিল। পাশাপাশি তাঁর মতো হাইপ্রোফাইল ব্যক্তির নিরাপত্তাও একটা বিষয়। তিনি হাজির হলে নিরাপত্তার অতিরিক্ত ব্যবস্থা করতে হবে। যা এখন আর সম্ভব নয়। সেটাও সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

    আগামীকাল, শুক্রবার দেশে প্রথম দফার ভোট। এই দফায় রাজ্যের তিন কেন্দ্র উত্তরবঙ্গের কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোট হবে। এর মধ্যে কোচবিহারের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভোট ঘোষণার পর থেকেই সেখানে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বারবার অশান্তি ছড়িয়েছে। ফলে নির্বাচন কমিশনের কড়া নজর রয়েছে কোচবিহারে।

    এদিকে, বুধবার রামনবমীর দিন হাওড়ায় আচমকা হাজির হয়ে যান সিভি আনন্দ বোস। এদিন কাজিপাড়া ও জি টি রোড দিয়ে রামনবমীর দুটি মিছিল বের হওয়ার আগে সেখানে যান তিনি। হাওড়া স্টেশন থেকে ফরসোর রোড হয়ে কাজিপাড়া এবং পরে জিটি রোড দিয়ে হাওড়া ময়দান হয়ে ফের কলকাতায় ফিরে যান রাজ্যপাল।

    কাজিপাড়া সংলগ্ন জিটি রোডের কাছে একটি মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেন। যেহেতু গত কয়েক বছর এই জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল, তাই এবারের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, তা খতিয়ে দেখতে তিনি গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)