• Fact Check : মোদীর প্রাক্তন স্ত্রী যশোদাবেনের ছবি সম্পাদিত, জেনে নিন বিস্তারিত
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • সোশ্যাল মিডিয়া এক মজার দুনিয়া। যেখানে যে কোনও মানুষ যে কোনও কারও সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করতে পারেন। সেখানে সারাদিনই বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছেন ইউজাররা। কেউ করছেন ছবি, তো কেউ আবার ভিডিয়ো। তবে অনেক সময় সেই সমস্ত পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রীয়ের একটি ছবি নিয়েও তেমনই বিভ্রান্তি ছড়ায়।শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে গত ১৪ এপ্রিল 'মোদী কি গ্যারান্টি' ইস্তেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির 'সংকল্প পত্র' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিংয়ের মতো নেতৃত্বের উপস্থিতিতে নয়াদিল্লিতে দলের সদর দফতরে প্রকাশ করা হয়েছে। 'মোদী কি গ্যারান্টি' নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের নেতারা ব্যাপকভাবে প্রচারও শুরু করে দিয়েছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী মোদীর প্রাক্তন স্ত্রী যশোদাবেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাঁর হাতে একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। সেখানে কিছু শব্দ লেখাও রয়েছে। ছবিটি নজরে আসার পরেই সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম নিউজচেকার। আর তাতে দেখা ছবিটি এডিট করা।

    ভাইরাল ছবির স্ক্রিনশন

    কী রয়েছে ছবিতে?যশোদাবেনের যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে তাঁর হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে। আর সেই প্ল্যাকার্ডে লেখা 'সবসে পহেলি গ্যারান্টি উসনে.. মুঝে হি দি থি! বাকি আপ সমঝদার হো'। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'সবচেয়ে প্রথম গ্যারান্টি.. তিনি আমাকেই দিয়েছিলেন! বাকি আপনারা বুদ্ধিমান'। সেটির ফ্যাক্ট চেক করে নিউজচেকার বুঝতে পারে ছবিটি ডিজিটালভাবে পরিবর্তন করা হয়েছে।

    ভাইরাল পোস্টের স্ক্রিনশট

    ভাইরাল ছবিটির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে নিউজচেকার জানতে ২০১৪ সালের ২৫ নভেম্বরের একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন খুঁজে পায়। সেটি ছিল যশোদাবেনের নিরাপত্তা সংক্রান্ত একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনেও এই ধরনের একটি ছবি ব্যবহার করা হয়েছিল।

    সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি

    কীভাবে জানা গেল আসল তথ্য?এরপর নিউজচেকার 'যশোদাবেন', 'আরটিআই' ও 'প্রোটেকশন' শব্দ দিয়ে অনুসন্ধান চালায়। তাতে ২০১৪ সালের ২৪ নভেম্বর তারিখে একটি সংবাদমাধ্যমের ভিডিয়ো রিপোর্ট পায়। সেখানেও যশোদাবেনের ছবি একই পোশাকে ছিল। আবার ২০১৪ সালের ২৬ নভেম্বর তারিখের আরও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও একই ধরনের ছবি দেখা যায়। আর এই ধরনের প্রতিবেদনগুলির মধ্যে দিয়েই সংবাদমাধ্যম নিউজচেকার নিশ্চিত হয় যে ছবি ডিজিটালভাবে বদলে ফেলা হয়েছে।
  • Link to this news (এই সময়)