Lok Sabha Election 2024: দেশের স্টিয়ারিং কার হাতে ছাড়বে জনতা? রাত পোহালেই বাংলা সহ প্রথম দফার ভোট
এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। বাংলা সহ অন্যান্য রাজ্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য তৈরি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সংসদের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচন করার জন্য ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় ভারতে অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। প্রথম দফায় যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে সেগুলি হল-
অরুণাচল প্রদেশ-২ টি আসনঅসম-৫ টি আসনবিহার- ৪ টি আসনছত্তিশগড়- ১ টি আসনমধ্যপ্রদেশ- ৬ টি আসনমহারাষ্ট্র- ৫ টি আসনমণিপুর- ২ টি আসনমেঘালয়- ২ টি আসনমিজেরাম- ১ টি আসননাগাল্যান্ড- ১ টি আসনরাজস্থান- ১২ টি আসনসিকিম- ১ টি আসনতামিলনাড়ু- ৩৯ টি আসনত্রিপুরা- ১ টি আসনউত্তরপ্রদেশ- ৮ টি আসনউত্তরাখণ্ড- ৫ টি আসনপশ্চিমবঙ্গ- ৩ টি আসনআন্দামান ও নিকোবর- ১ টি আসনজম্মু ও কাশ্মীর- ১ টি আসনলাক্ষাদ্বীপ- ১টি আসনপুদুচেরি- ১ টি আসন