• Lok Sabha Election 2024: দেশের স্টিয়ারিং কার হাতে ছাড়বে জনতা? রাত পোহালেই বাংলা সহ প্রথম দফার ভোট
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। বাংলা সহ অন্যান্য রাজ্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য তৈরি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সংসদের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচন করার জন্য ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় ভারতে অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। প্রথম দফায় যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে সেগুলি হল-

    অরুণাচল প্রদেশ-২ টি আসনঅসম-৫ টি আসনবিহার- ৪ টি আসনছত্তিশগড়- ১ টি আসনমধ্যপ্রদেশ- ৬ টি আসনমহারাষ্ট্র- ৫ টি আসনমণিপুর- ২ টি আসনমেঘালয়- ২ টি আসনমিজেরাম- ১ টি আসননাগাল্যান্ড- ১ টি আসনরাজস্থান- ১২ টি আসনসিকিম- ১ টি আসনতামিলনাড়ু- ৩৯ টি আসনত্রিপুরা- ১ টি আসনউত্তরপ্রদেশ- ৮ টি আসনউত্তরাখণ্ড- ৫ টি আসনপশ্চিমবঙ্গ- ৩ টি আসনআন্দামান ও নিকোবর- ১ টি আসনজম্মু ও কাশ্মীর- ১ টি আসনলাক্ষাদ্বীপ- ১টি আসনপুদুচেরি- ১ টি আসন

    লোকসভা নির্বাচনের প্রথম দফার হাইপ্রোফাইল আসন-উত্তরপ্রদেশ- সাহারানপুর, রামপুর, পিলিভিউ, মুজফফরনগরমহারাষ্ট্র- রামটেক, নাগপুর, চন্দ্রপুরঅসম- ডিব্রুগড়, শোণিতপুর, জোড়হাটছত্তিশগড়- বস্তারবিহার- জামুই, গয়াজম্মু ও কাশ্মীর- উধমপুরমধ্যপ্রদেশ- ছিন্দওয়ারাতামিলনাড়ু- চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, কোয়েম্বাটুর, থুথুক্কুডি, তিরুনেলভেলি, কন্যাকুমারীরাজস্থান- বিকানের, সিকার, চুরু, নাগৌর, আলওয়ারপশ্চিমবঙ্গ- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

    প্রথম দফা ভোটে নজর থাকবে বাংলার তিনটি আসনের উপরও।

    কোচবিহার লোকসভা-মোট ভোটার- ১৯,৬৬,৮৯৩ জনমোট বুথ- ২০৪৩ টিকুইক রেসপন্স টিম- ২৭ টিমোট কেন্দ্রীয় বাহিনী- ১১২ কোম্পানি

    আলিপুরদুয়ার লোকসভা-মোট ভোটার- ১৭,৭৩,২৫২ জনমোট বুথ- ১৮৬৭ টিকুইক রেসপন্স টিম- ১৯টিমোট কেন্দ্রীয় বাহিনী- ৬৩ কোম্পানিরাজ্য পুলিশ- ২৪৫৪ জন

    জলপাইগুড়ি লোকসভা-মোট ভোটার- ১৮,৮৫,৯৬৩ জনমোট বুথ-১৯০৪ টিশিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় বুথের সংখ্যা- ৩৬৯টিকুইক রেসপন্স টিম- ২৮ টিমোট কেন্দ্রীয়বাহিনী থাকছে জলপাইগুড়ি লোকসভার জন্য (শিলিগুড়ির অংশ ধরে)- ৮৮ কোম্পানিরাজ্য পুলিশ- ৩৯০১ জনপ্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি লোকসভা আসনের কিছুটা অংশ পড়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতায়।
  • Link to this news (এই সময়)