রোদ-বৃষ্টি নানান প্রতিকূলতাকে সঙ্গে করেই নিজেদের কর্তব্যে অবিচল থাকতে হয় তাঁদের। করণ শহরের যানবাহন নিয়ন্ত্রণ করা এবং পথ চলতি আমজনতার নিরাপত্তার দয়িত্ব যে রয়েছে তাঁদের কাঁধেই। এই মুহূর্তে দেশজুড়ে চলছে গ্রীষ্মের দাপট। এমন পরিস্থিতিতে ট্র্যাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল গুরাটের ভাদোদরা সিটি ট্র্যাফিক বিভাগ। এসি হেলমেট ব্যহার শুরু করল তারা। এই হেলমেটগুলি তৈরি করেছেন ভাদোদরা আইআইটির পড়ুয়ার।
সূত্রের খবর, সাড়ে চারশো পুলিশকর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভাদোদরার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৮ ডিগ্রি। বুধবারই গুজরাটজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়। তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি। এখানকার গরম শুকনো আর্দ্র নয়। ফলে তাপপ্রবাহে দীর্ঘ সময় রোদে থাকা অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে গুজরাটের ট্র্যাফিক পুলিশের জন্য এমন অভিনব উদ্যোগ রীতিমতো প্রশংসা পাচ্ছে। তবে এই প্রথম নয়, গত বছর আমেদাবাদ সিটি ট্র্যাফিক বিভাগ পরীক্ষামূলকভাবে এসি হেলমেট ব্যবহার শুরু করেছিল।
এসি হেলমেটের গুরুত্ব কী?
সাড়ে চারশো পুলিস কর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে। এতে রয়েছে ব্যাটারি। যার সাহায্যে চলবে হেলমেটে থাকা যন্ত্র। এই হেলমেটের কাজ পরিধানকারীর শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা। শীততাপ নিয়ন্ত্রিত ওই হেলমেট মাথাযেমন ঠান্ডা রাখছে তেমনই ধুলো ধোঁয়া থেকেও রক্ষা করছে। একটি অনন্য উপায়ে তৈরি করা হয়েছে হেলমেটের ডিজাইনগুলি। একবার চার্জ দিলেই এই হেলমেটের এসি চলবে একটানা আট ঘণ্টা। মজার বিষয় হলো এই হেলমেটগুলি নিয়মিত রাইডিং হেলমেটের তুলনায় ৫০০ গ্রামের থেকে সামান্য ভারী। এসি হেলমেট তার স্লিম প্লাস্টিকের টপ দিয়ে নিজেকে ঐতিহ্যবাহী রাইডিং হেলমেটের থেকে আলাদা করে। এটি একটি ফ্যান মেকানিজমকে অন্তর্ভুক্ত করে। রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ ধরণের হেলমেটের দাম গড়ে ১২০০০ থেকে ১৬০০০ টাকা।
এই হেলমেটগুলি দিনেরবেলা মোতায়েন পুলিশকর্মীদের দেওয়া হয়েছে। অসহ্য গরমের হাত থেকে ট্র্যাফিক পুলিসদের রক্ষা করার কাজে এগিয়ে এসেছে ভাদোদরার আইআইটির পড়ুয়ারা। বিশেষ পদ্ধতির সাহায্যে এই এসি হেলমেট তৈরি করে কার্যত নজির গড়েছে তারা। গত বছর আমেদাবাদ ট্র্যাফিক পুলিশও এসি হেলমেট চালু করেছিল। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি কানপুর ট্র্যাফিক পুলিশো এই নিয়ে ভাবনাচিন্তা করবে বলে জানা গেছে। এমনকি বৃষ্টি, তাপ থেকে রক্ষার জন্য লখনৌতেও এমন হেলমেট দেওয়া যায় কিনা তা চিন্তা ভাবনা করা হচ্ছে।