How To Vote: রাত পোহালেই লোকসভা নির্বাচন! আপনার ভোট বৈধ কিনা বুঝবেন কী ভাবে?
এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট গোটা দেশ জুড়ে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এ নির্বাচনে ভোটগ্রহণ হবে সাত দফায়। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার ঘোষণা করেছে। ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার ৩৭০ আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে। আর জোটগতভাবে তাদের লক্ষ্য ৪০০ আসন। গতবার বিজেপি-এনডিএ জোট ৩০৩ আসন পেয়েছিল, যেখানে লক্ষ্য ছিল ৩০০ আসন। অর্থাৎ ২০১৯ সালের চেয়ে এবার ১০০টি আসন বেশি পেতে চাইছে জোট।EVM-VVPAT-এর মাধ্যমে ভোট দেবেন কী ভাবে?
ভোট দেওয়ার জন্য আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে। ভোটার কার্ড না থাকলেও আরও কয়েকটি নথি দেখিয়েও ভোট দিতে পারবেন তার মধ্যে রয়েছে আধার কার্ড , ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি। তবে ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে।
ভোট দিতে গেলে আপনাকে ইভিএম ব্যবহার করতে হবে। ইভিএম-এ আপনার পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রতীকের সামনে ব্যালট বোতাম টিপে ভোট দিতে হবে। বোতাম চেপার পর একটি আওয়াজ হবে। VVPAT-এর ফুল ফর্ম হল 'ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল'। EVM-এ যে ভোট দেওয়ার পর, VVPAT মেশিনের মাধ্যমে বেরিয়ে আসবে একটি স্লিপ। অর্থাৎ EVM যন্ত্রে আপনার ভোটটি যে সঠিকভাবে রেকর্ড হয়েছে কিনা তারই এটি প্রমাণ।
পেপার স্লিপে লেখা থাকে যে রাজনৈতিক দলের পক্ষে আপনি আপনার মূল্যবান ভোটটি দিয়েছেন, তার বিস্তারিত বিবরণ। স্লিপে থাকে প্রার্থীর নাম, সিরিয়াল নাম্বার এবং প্রতীক চিহ্নও। আপনি EVM যন্ত্রে আপনার পছন্দের বাটন প্রেস করার, সাত সেকেন্ডের মধ্যে স্লিপটি বেরিয়ে আসবে। তারপর স্লিপটি নিজে থেকেই কেটে, মেশিনের সঙ্গে যুক্ত নির্দিষ্ট মুখবন্ধ বাক্সের ভেতর ঢুকে যাবে।
উল্লেখ্য, ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে ইভিএম থেকে পাওয়া ভোটের ফলাফলের পুনরায় মূল্যায়নের দাবিতে একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ কমিশনকে ভোট অবাধ ও স্বচ্ছ্ব করে তুলতে পদক্ষেপ নিতে বলেছে। মামলার রায় রিজার্ভে রেখেছে কোর্ট। বিচারপতিরা বলছেন, সব কিছু নিয়ে সন্দেহের কিছু নেই। ইভিএমর প্রতিটি বিষয় নিয়েও সমালোচনার বিষয়েও মুখ খুলেছে কোর্ট। ভিভিপ্যাট-ইভিএম ইস্যুতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মহড়া ভোটে (মক পোল) বিজেপির পক্ষে অতিরিক্ত ভোট পড়ার বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল। এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ নির্বাচন কমিশনকে এই মৌখিক আদেশ দেয় এদিন।