অপেক্ষার অবসান! রাত পোহালেই গোটা দেশ জুড়ে শুরু লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন সংগঠিত হতে চলেছে আগামীকাল, শুক্রবার। উত্তরের তিনটি লোকসভা কেন্দ্র - আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট অনুষ্ঠিত হবে। দেখে নেওয়া যাক, তিন কেন্দ্রের ভোট চিত্র একনজরে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রে মোট বুথ- ২০৪৩টি। মাইক্রো অবজারভার থাকবেন ৩২৮ জন। কিউআরটি— ৪৭টি, কেন্দ্রীয় বাহিনী— ১১২ কোম্পানী থাকবে। ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ১৯৬ টি।
আলিপুরদুয়ার কেন্দ্রে মোট বুথ- ১৮৬৭ টি। মাইক্রো অবজারভার থাকবেন ১৮০ জন। কিউআরটি ২৩টি, কেন্দ্রীয় বাহিনী থাকবে ৬৩ কোম্পানী, ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ১৫৯টি।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ- ১৯০৪টি। মাইক্রো অবজারভার থাকবেন ২০২জন, কিউআরটি ৩১টি, কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৫ কোম্পানী, ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ৩৯১টি। এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এর আন্ডারে জলপাইগুড়ির মধ্যেও কিছুটা অংশ থাকছে তাই এই এলাকায় ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। সব মিলিয়ে মোট ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সুরক্ষার দায়িত্বে। ১২,৩১০ রাজ্য পুলিশ থাকছে মোট ৩ কেন্দ্রে।
বৃহস্পতিবার ৩ কেন্দ্রের পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনও ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।