• রাত পোহালেই নির্বাচন! কতগুলি বুথ-নিরাপত্তা কেমন? রাজ্যে ৩ কেন্দ্রের ভোটচিত্র একনজরে
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • অপেক্ষার অবসান! রাত পোহালেই গোটা দেশ জুড়ে শুরু লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন সংগঠিত হতে চলেছে আগামীকাল, শুক্রবার। উত্তরের তিনটি লোকসভা কেন্দ্র - আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট অনুষ্ঠিত হবে। দেখে নেওয়া যাক, তিন কেন্দ্রের ভোট চিত্র একনজরে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রে মোট বুথ- ২০৪৩টি। মাইক্রো অবজারভার থাকবেন ৩২৮ জন। কিউআরটি— ৪৭টি, কেন্দ্রীয় বাহিনী— ১১২ কোম্পানী থাকবে। ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ১৯৬ টি।

    আলিপুরদুয়ার কেন্দ্রে মোট বুথ- ১৮৬৭ টি। মাইক্রো অবজারভার থাকবেন ১৮০ জন। কিউআরটি ২৩টি, কেন্দ্রীয় বাহিনী থাকবে ৬৩ কোম্পানী, ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ১৫৯টি।

    জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ- ১৯০৪টি। মাইক্রো অবজারভার থাকবেন ২০২জন, কিউআরটি ৩১টি, কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৫ কোম্পানী, ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ৩৯১টি। এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এর আন্ডারে জলপাইগুড়ির মধ্যেও কিছুটা অংশ থাকছে তাই এই এলাকায় ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। সব মিলিয়ে মোট ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সুরক্ষার দায়িত্বে। ১২,৩১০ রাজ্য পুলিশ থাকছে মোট ৩ কেন্দ্রে।

    প্রার্থী কারা?

    কোচবিহার - এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, বাম প্রার্থী নীতিশ চন্দ্র রায়। জলপাইগুড়ি - তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বাম প্রার্থী মিলি ওঁরাও, আলিপুরদুয়ার কেন্দ্র - তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক, বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, বাম প্রার্থী দেবরাজ বর্মন।

    বৃহস্পতিবার ৩ কেন্দ্রের পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনও ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।

    তিনটি কেন্দ্রে পর্যবেক্ষক –

    ১. কোচবিহার :- সঞ্জয় কুমার (ফোন নম্বর - 9560339966), (email ID - expenditureobservermdk@gmail.com)

    ২. আলিপুরদুয়ার:- মদন মোহন মীনা (ফোন নম্বর - 9462229703), (Email Id - madan.m.meena@incometax.gov.in)

    ৩. জলপাইগুড়ি :- দুর্গেশ তাডভ (Email Id - durgesh.salunke@gov.in)

    তিনটি কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক –

    ১. কোচবিহার- রবি কুমার সুরপুর (ফোন নম্বর - 9414551485), (Email Id - ravisurpur@ias.nic.in)

    ২. আলিপুরদুয়ার - পাটিল ইয়ালা গৌড়া (ফোন নম্বর - 7319206182), (Email Id - yspatilaaa@gmail.com)

    ৩. জলপাইগুড়ি - সুধাংশু মোহন সামাল (ফোন নম্বর - 7318793695), (Email Id - generalobserver2024@gmail.com)

    তিনটি কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক –

    ১. কোচবিহার :- শ্রী কুমার বিশ্বজিৎ (ফোন নম্বর - 9440446111), (Email Id - vishwajeet.kumara@ap. gov.in)

    ২. আলিপুরদুয়ার :- শ্রী পুনিত রাষ্ট্রগী (ফোন নম্বর - 731968130), (Email Id - police.observe.apd@gmail.com)

    ৩. জলপাইগুড়ি :- ডক্টর চাকিরালা সামবাশিবা রাও (ফোন নম্বর - 7477940839), (Email Id - policeobserver2024@gmail.com)
  • Link to this news (এই সময়)