• ঝড়ে সাহায্য থেকে নতুন মহকুমা, জলপাইগুড়িতে পাঁচটি বিধানসভায় লুকিয়ে জয়ের অঙ্ক?
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • তিস্তা এবং করলা নদীর তীরে চোখ জুড়ানো জেলা হল জলপাইগুড়ি। ডুয়ার্সের জঙ্গলে ঘেরা এই জেলার জনজীবনে পর্যটন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। রাত পোহালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন। প্রাকৃতিক বিপর্যয়ের ঘোর কাটতেই ধীরে ধীরে স্বাভাবিকের পথে উত্তরের এই জেলা। তবে, ভোটের হাওয়া কোনদিকে?ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, নাগরাকাটা এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। দীর্ঘদিন ধরে বাম রাজত্বে থাকা জেলার মানুষগুলো ২০১৪ সালে এই কেন্দ্রে পালাবদল করে। ২০১৯ সালে চিত্রটা ফের পাল্টায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাম ভোটের অনেকটাই গেরুয়া শিবিরে যাওয়ায় গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় ছিনিয়ে নেয় বিজেপি।

    তবে, লোকসভা নির্বাচনের পর থেকে দাঁত কামড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। যার প্রভাব পড়েছে গতবারের বিধানসভা নির্বাচনে। সাতটির মধ্যে চারটি আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস। পরে ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের পরে তৃণমূলের ঝুলিতে নয় পাঁচটি বিধানসভা কেন্দ্র। দুই বছরের মধ্যেই ভোটের চিত্রটা পাল্টে দেওয়ায় অনেকটাই আত্মবিশ্বাসী হয় ঘাস ফুল শিবির। পাঁচটি বিধানসভাই এবার ভরসা লোকসভা নির্বাচনে। তৃণমূলের পাঁচটি বিধানসভায় জয়ের ব্যবধান রয়েছে পাঁচ থেকে পনেরো হাজারের মধ্যে। তবে, ধূপগুড়ি উপনির্বাচনে মাত্র চার হাজার ব্যবধানে জিতেছেন নির্মল কুমার রায়।

    এই বিধানসভা নির্বাচনের প্রচারেই কথা দেওয়া হয়েছিল ধূপগুড়ি মহকুমা করার ব্যাপারে। রাজ্য সরকার এই কেন্দ্রে জিতে আসার চার মাসের মধ্যে মহকুমা গঠন করে। ধূপগুড়ি মহকুমা গঠন গোটা কেন্দ্র জুড়ে একটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।

    সম্প্রতি, টর্নেডোর কারণে বিপর্যস্ত হয় গোটা জেলার বিস্তীর্ণ অংশ। তড়িঘড়ি ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়। প্রচারের ক্ষেত্রেও এই জেলায় ঝড় তুলেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। একাধিক সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত, সাম্প্রতিক কালে এই প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তীকালের ঘটনাপ্রবাহ ভোটবাক্সে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন অনেকেই।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৮৫ হাজার ৯৫০ জন ৷ যাদের মধ্যে মহিলা ভোটার ৯ লাখ ২৭ হাজার ৩৩৯ জন, পুরুষ ভোটার ৯ লাখ ৫৮ হাজার ৬১১ জন ৷ বিশেষভাবে সক্ষম ভোটার ১১, ৫২৮ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৯০৪টি। এই কেন্দ্রে বিজেপির গতবারের জয়ী প্রার্থী জয়ন্ত রায়, তৃণমূলের প্রার্থী ধূপগুড়ির বিধায়ক নির্মল কুমার রায় এবং সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন।
  • Link to this news (এই সময়)