• 'সবসময় আই লাভ ইউ হয় না', কর্মীদের উদ্দেশে চিঠি নিয়ে ব্যাখ্যা অসীমের
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে থানা সমস্ত বিধানসভা এলাকার দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ওই আসনের বিজেপি প্রার্থী অসীম সরকার। এই নিয়ে চিঠিও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই চিঠি ভাইরাল হয়েছে। কেন সেই চিঠি, এবার তারও ব্যাখ্যা দিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী।বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে এসে অসীম সরকার বলেন, 'বিজেপি সবচাইতে বড় পরিবার, তারমধ্যে মনোমালিন্য হতে পারে। আমাদের দায়িত্ব সেগুলিকে একযোগে এক করার, সেই দায়িত্বটা পালন করেছি।' এক্ষেত্রে বিজেপি নেতা সন্তোষ রায়ের প্রসঙ্গ উঠে আসে। সন্তোষ রায়ের দাবি, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। যদিও পালটা অসীম বলেন, 'আমি ফোন করেছি। সন্তোষ রায়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, একটু ব্যস্ত আছি, ১৯ তারিখের পরে আসছি। ১৯ তারিখের পর তিনি এসে দাঁড়াবেন ও বক্তব্য রাখবেন।'

    ভাইরাল হওয়া চিঠি

    পূর্ব বর্ধমানের বাইরের মানুষ বলে বিজেপি কর্মীদের একাংশ কি অসীম সরকারকে মেনে নিতে পারছেন না? এই প্রশ্নের উত্তরে অসীম বলেন, 'ওইরকম দু-একাংশ থাকে। স্ত্রীর সঙ্গেও সবসময় ভালোভাব থাকে না। আই লাভ ইউ হয় না সবসময়, মাঝেমাঝে একটু খোঁটাখুঁটিও হয়।'

    এদিকে এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'বিজেপি প্রার্থী অসীম সরকার অনেক আগেই বুঝে গিয়েছেন, শুধু মুখে বড় বড় কথা বললে হয় না। ওঁদের সঙ্গে সাধারণ মানুষ পর্যন্ত যোগাযোগ করতে চাইছে না। তাই তিনি লিখিত আবেদন করেছেন, দলে যাঁরা বসে গিয়েছেন তাঁরা যেন আবার যোগ দেন। প্রথমদিকে অনেক বড় বড় কথা, গান গাইলেও এখন তিনি সত্যিটা হাড়ে হাড়ে টের পেয়েছেন, যে এই লোকসভা কেন্দ্রে বিজেপির কর্মী বলে কিছু নেই। যেটুকু নেতৃত্ব আছেন, তাঁরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত।'

    যদিও সেই দাবিও মানতে নারাজ অসীম। পালটা তিনি বলেন, 'আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে অনেকের ইচ্ছা থাকে টিকিট পাব। টিকিট পাওয়ার নেশাটা হেরোইনের নেশার মতো। এটা কিছুক্ষণ থেকে যায়। ঘুমটা ভেঙে গেলে, সব ঠিকঠাক হয়ে যায়। এই নিয়ে ভাবার কোনও বিষয় নেই।' উল্লেখ্যে এই কেন্দ্রে অসীম সরকারকে প্রার্থী করেছে বিজেপি। এদিন নিজের মনোনয়ন পেশ করেন অসীম। একইসঙ্গে মনোনয়নকে কেন্দ্র করে একটি গানও বেঁধেছেন তিনি। সেই গানও এদিন সংবাদমাধ্যমের সামনে শোনান অসীম।
  • Link to this news (এই সময়)