• Rachna Banerjee: প্রচারের ফাঁকে জলখাবার দেখেই অবাক রচনা! অকপটে স্বীকার আগে কখনও খাননি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ এপ্রিল ২০২৪
  • Special Breakfast For Rachna Banerjee:

    জীবনে এরকম খেতে হবে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি রূপোলী পর্দার জনপ্রিয় তারকা রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার ভোটে দাঁড়িয়ে এ এক অসাধারণ অভিজ্ঞতা হল তাঁর। সিঙ্গুরে প্রচার করতে গিয়ে বৃহস্পতিবার ব্রেকফাস্টে তাঁকে দেওয়া হয় মুড়ি, আলুরদম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। যা দেখে বেশ অবাকই হন তৃণমূলের এই তারকা প্রার্থী। অকপটে স্বীকার করেন, জীবনে প্রথম বার এই কম্বিনেশনে তাঁর অংশগ্রহণ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)