• Rohit on Impact Player Rule: IPL-এর এই নিয়ম একদমই ফালতু! মুখ খুললেন এবার রোহিত সজোরে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ এপ্রিল ২০২৪
  • Impact Player Rule in Bengali:

    আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুলসটা তিনি পছন্দ করছেন না। খোলাখুলিই জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের ধারণা, এই নিয়ম ভারতীয় ক্রিকেটকে আদৌ কোনও সাহায্য করছে না। রোহিতের সোজা কথা, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবেরা যে এই নিয়মের জন্য আইপিএলে বল করতে পারছেন না, সেটা মোটেও ভারতীয় ক্রিকেটের পক্ষে যাচ্ছে না।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)