• Saffron Colour: গেরুয়া হল প্রসার ভারতী
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, ‌‌নয়াদিল্লি:‌ লোকসভা নির্বাচনের আবহেই বদলে গেল দেশের সরকারি খবরের টেলিভিশন চ্যানেল ডিডি নিউজ। আগের লাল রং বদলে গিয়ে ডিডি নিউজের লোগো গেরুয়া অবতার সামনে এসেছে। এমনকী লোগোর নীচে নিউজ শব্দটিও আগে লাল রং এ লেখা শব্দটি বদলে গিয়ে গেরুয়া রং দিয়ে হিন্দিতে লেখা হয়েছে। আগে ইংরাজি অক্ষরে এবং লাল রং এ লেখা থাকত নিউজ। বর্তমানে সেটি হিন্দি হরফ এবং গেরুয়া রং লেখা হয়েছে। ফলে প্রথম দফার ভোটের আগে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে।  মূল চ্যানেলের পাশাপাশি ডিডি নিউজের সামাজিক মাধ্যম, ইউটিউব পেজও একইভাবে পরিবর্তন হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‌দুটিরই মূল্য এক। তবে আমরা নতুন রূপে আসতে চলেছি। আগে যা দেখা যায়নি, তেমনভাবেই অবতীর্ণ হতে চলেছে খবরের পথ চলা।’‌ যদিও কী পরিবর্তন করা হবে তা বিস্তারিতভাবে জানানো হয়নি ডিডি নিউজের তরফে। তবে লোগো এবং চ্যানেলের থিম রং যেভাবে পরিবর্তন করা হয়েছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন মহল। মোদি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। এর আগে ডিডি নিউজে বিতর্কিত সিনেমা কেরালা স্টোরি দেখানো নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সরকারি খবরের চ্যানেলকে কেন্দ্রের শাসকদলের প্রোপাগাণ্ডা তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। পাশাপাশি বিল গেটস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার সম্প্রচারেরও পরিকল্পনা করেছিল ডিডি নিউজ। যদিও শেষ পর্যন্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে, এই আশঙ্কায় সেই সাক্ষাৎকার সম্প্রচারের চূড়ান্ত অনুমোদন মেলেনি। প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, ‘‌প্রাক্তন সিইও হিসেবে আমি প্রসার ভারতীর গৈরিকীকরণ দেখছি এবং আমার মনে হচ্ছে এটা আর প্রসার ভারতী নেই। বরং এই চ্যানেল এখন প্রচার ভারতী হয়ে গিয়েছে।’‌ 
  • Link to this news (আজকাল)