• Murshidabad: ‌‌নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বাইরনের ভাই আসাদুল...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসকে সঙ্গে নিয়ে ‘‌তৃণমূলের দুর্নীতি’‌র বিরুদ্ধে লড়াই করার জন্য বৃহস্পতিবার বহরমপুরে প্রশাসনিক ভবনে এসে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল বিধায়কের মামাতো ভাই আসাদুল বিশ্বাস। বৃহস্পতিবার জঙ্গিপুর থেকে প্রায় ২০০ গাড়ির কনভয় নিয়ে তিনি বহরমপুরে আসেন। তৃণমূল কংগ্রেসের ‘‌দুর্নীতি’‌র প্রতিবাদ করার জন্য তৃণমূল বিধায়কের বাবা যেভাবে তাঁর পরিবারের এক সদস্যকে লোকসভা নির্বাচনে ময়দানে দাঁড় করিয়ে দিয়েছেন তাতে যথেষ্টই অস্বস্তিতে তৃণমূলের জঙ্গিপুর নেতৃত্ব। নির্দল প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আসাদুল বিশ্বাস বলেন, ‘‌বাইরন বিশ্বাস তৃণমূল বিধায়ক হলেও ওনার বাবা একজন সমাজসেবী। উনি কোনও রাজনৈতিক দল করেন না। জঙ্গিপুরের লক্ষ্য লক্ষ্য মানুষ তাঁকে চেনেন। সেই ভালবাসা থেকে উনি আমাকে নির্বাচনী ময়দানে লড়াই করার জন্য দাঁড় করিয়েছেন।’‌ আসাদুল বিশ্বাস বলেন, ‘‌জঙ্গিপুরের মানুষ বাবর আলি বিশ্বাসকে চেনেন। তাঁকে দেখেই সাধারণ মানুষ আমাকে ভোট দেবেন।’‌ আসাদুলের কথায়, ‘‌জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক খলিলুর রহমানকে গত ৫ বছর সাধারণ মানুষ পাশে পায়নি। গরিব মানুষকে উনি শোষণ করে গেছেন।’‌ লোকসভা নির্বাচনের জন্য বাইরনের মামাতো ভাই আসাদুল নির্বাচন কমিশনের কাছ থেকে ‘‌ব্যাট’‌ প্রতীক চেয়েছেন। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ–সভাপতি বিকাশ নন্দ বলেন, ‘‌মুর্শিদাবাদ জেলার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে আয়কর প্রদানে খলিলুর রহমান এক নম্বরে রয়েছেন। আর খলিলুর রহমান উন্নয়ন করেছেন কি না তার জবাব জঙ্গিপুরের মানুষ ইভিএমে দিয়ে দেবে।’‌ তাঁর কথায়, ‘‌নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো একটা ‘‌রোগ’‌। তবে জঙ্গিপুরের মানুষ খলিলুর রহমানকেই ভোট দেবেন।’‌ 
  • Link to this news (আজকাল)