• Murshidabad: অধীর চৌধুরীর হাত ধরে মনোনয়নপত্র জমা দিতে গেলেন মহম্মদ সেলিম ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সাদা উত্তরীয়, তার উপর আঁকা সিপিএম এর প্রতীক কাস্তে হাতুড়ি–তারা। আর সেই উত্তরীয় গলায় জড়িয়ে বাম নেতৃত্বকে পাশে নিয়ে রাজ্যে একদা ‘‌কংগ্রেস গড়’‌ হিসেবে পরিচিত বহরমপুর শহরের রাজপথে হাঁটছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এমনই দৃশ্য দেখা গেল। লোকসভা নির্বাচনে বাম–কংগ্রেস জোটের প্রতি নিজের ‘‌আন্তরিকতা’‌ বোঝানোর জন্য, বামেদের সঙ্গে রাজনৈতিক লড়াই করে বহরমপুরে শহরে যাঁর উত্থান, সেই অধীর চৌধুরীর পরিবর্তিত রূপ এদিন মুর্শিদাবাদবাসী দেখল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাতে হাত ধরে বৃহস্পতিবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম–কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। এদিন বহরমপুর শহরে বাম–কংগ্রেস জোট প্রার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয়। এরপর মহম্মদ সেলিম এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মূর্তজা হোসেন প্রশাসনিক ভবনে গিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা করেন। এদিন মহম্মদ সেলিম বলেন, ‘‌বাংলাকে বাঁচানোর জন্য বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর শহরবাসী আজ তার সাক্ষী থাকলো। আগামী দিন এই জেলা রাজ্য এবং ভারতকে পথ দেখাবে।’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে সেলিম অভিযোগ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‌রাজ্যের মানুষকে একটাই বার্তা দিতে চাই যে বাম–কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদের সবকটি আসনে জোট প্রার্থীরাই জয়ী হবেন।’‌ 
  • Link to this news (আজকাল)