• ED: ইডির হাতে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের রিপোর্ট
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় সাড়ে তিনমাসের মাথায় ইডির হাতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট। তবে ভয়েস ক্লিপের সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলেছে কিনা তা জানা যায়নি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বারে বারে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে। কিন্তু জেল হেফাজতে যাওয়ার পর একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। চলতি বছরের জানুয়ারিতে সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখানেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্র্হ করা হয়েছিল। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট পাচ্ছিল না ইডি। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ইডিকে। পরবর্তীকালে রিপোর্ট চেয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে চিঠি পাঠায় ইডি। অবশেষে ইডির হাতে এল সেই রিপোর্ট। 
  • Link to this news (আজকাল)