ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লিখতে হবে ৫ লক্ষ বার রাম নাম! এটাই নিয়ম...
২৪ ঘন্টা | ১৯ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ছিল রামনবমী। রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল অযোধ্যায়। রামলালাকে পরানো হয় সূর্যতিলক। রামমন্দির উদ্বোধনের পর প্রথম রামনবমী। ফলে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল তুঙ্গে। আর সেই সময়ই সামনে এল উত্তরপ্রদেশের একটি ব্যাংকের অবাক করা নিয়মের কথা। এটি এমন একটি ব্যাংক, যেখানে অ্যাকাউন্ট খুলতে গেলে ৫ লক্ষ বার 'সীতারাম' লিখতে হয়। উত্তর প্রদেশে অবস্থিত এই ব্যাংকটির উদ্বোধন হয় ১৯৭০ সালে। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে রাম ভক্তরা পান ঋণের সুবিধা। বর্তমানে প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে এই ব্যাংকের। কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য লিখতে হবে ৫ লক্ষ বার সীতারাম! শুধু ভারতে নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, ফিজি ও সংযুক্ত আরব আমিরশাহীতেও এই ব্যাংকের গ্রাহক রয়েছে। দেশ ও বিদেশ মিলিয়ে ১৩৬ টি শাখা রয়েছে এই ব্যাংকের।অ্যাকাউন্ট খোলার আবেদনের পর ব্যাংকের তরফে প্রতিটি গ্রাহককে দেওয়া হয় একটি করে বুকলেট ও লাল পেন। ওই বুকলেটেই ৫ লক্ষ বার ‘সীতারাম’ লিখতে হয়। গুনে গুনে ৫ লক্ষ বার ‘সীতারাম’ লেখার পরেই অ্যাকাউন্ট খোলা হয় ও পাসবুক ইস্যু করা হয়। শ্রী রামের নামে ৩ রকম উপায়ে এই ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। যার মধ্যে রয়েছে রাম নাম জপ করা, পাঠ করা ও লেখা। আবার ঋণ পরিশোধ করার জন্যও লিখতে হয় রাম নাম। সেই জন্য লিখতে হয় ১ লাখ ২৫ হাজার বার রাম নাম। ঋণ শোধ করার জন্য ৪ মাস ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। ব্যাংকের এমন কিছু গ্রাহকও রয়েছেন, যারা ২৫ লাখেরও বেশি বার রাম নাম লিখেছেন।