টালবাহানা চলেছিল বিস্তর। হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। কবে? চলতি বছরের ৩ জানুয়ারি। সেদিন রাতে হঠাৎ এসএসকেএমে আসে জোকা ইসিআইয়ের একটি অ্যাম্বুল্যান্স। সঙ্গে ইডি-র আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনীও। এরপর এসএসকেএম থেকে 'কালীঘাটের কাকু'-কে নিয়ে যাওয়া হয় জোকা ESI-এ। সেখানে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্ত করেন তদন্তকারীরা। সেই নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয় ন্যাশনাল ফরেনসিক ল্যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডির হেজাজতে তৃণমূলের সাসপেন্ডেড যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর মুখেই প্রথম 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। গত বছরের ৩১ মে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।নিয়োগ দুর্নীতির তদন্তে এই কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতারির মাস খানেক বাদে অসুস্থ হয়ে পড়ে 'কালীঘাটের কাকু'। তাঁকে ভর্তি করা হয় SSKM। এখনও কার্ডিলওজি বিভাগে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ। মাঝে স্ত্রীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।