• Lok Sabha Election 2024 : ছাপ্পা নয়! নিয়ম মেনেই প্রথম দফা শুরুর আগে ভোট দিলেন ৯ হাজার
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • সুগত বন্দ্যোপাধ্যায়

    শুরুই হলো না, কিন্তু ভোট পড়ে গেল। অথচ অভিযোগ নেই কোনও রাজনৈতিক দলের! এমনটা হয়েছে প্রথম দফা ভোটের ঠিক আগে। অথচ পুরো পদ্ধতিটাই হলো নিয়ম মেনে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব আজ, শুক্রবার। এই দফায় রাজ্যের তিন কেন্দ্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে নির্বাচন হবে।তবে তিন কেন্দ্রে ইতিমধ্যেই ৯ হাজার ৫১৮ জনের ভোট দেওয়া হয়ে গিয়েছে। কারণ, এই ভোটদাতাদের সকলেই প্রবীণ অর্থাৎ পঁচাশি উর্ধ্ব অথবা শারিরীক প্রতিবন্ধী। নির্বাচন কমিশন এবছর থেকেই ৮৫ বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। একই সুযোগ দেওয়া হয়েছে ৪০ শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষদেরও।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, তিন কেন্দ্রে পঁচাশি বছরের বেশি বয়স্ক ভোটারের সংখ্যা ২৭ হাজার ২৮৬ জন। তবে এদের মধ্যে ৯ হাজার ৫১৮ জন বাড়িতে বসে ভোট দিতে আবেদন জানিয়েছিলেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, পঁচাশি উর্ধ্ব প্রবীণ মানুষের সংখ্যা ৬ হাজার ৫০২। আর প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৩ হাজার ১৬ জন। তিনটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে জলপাইগুড়িতে।

    এই নির্বাচনী কেন্দ্রে ৩ হাজার ৭১৫ জন ভোটার বাড়িতে বসে ভোট দিতে চেয়ে আবেদন জানিয়েছে। কোচবিহারে সংখ্যাটা ২ হাজার ৯৮৩। বাকি ২ হাজার ৮১৬ জন আলিপুরদুয়ারের ভোটার। গত ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই ভোটারদের ভোট গ্রহণ করেছে কমিশন।

    প্রত্যেক ভোটারের বাড়িতে কমিশন দুজন পোলিং অফিসার, একজন বুথ লেভেল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কর্মীদের পাঠিয়েছিল। ২০২১ সালে কোভিডের সময়ে রাজ্য বিধানসভা নির্বাচনে এভাবে প্রবীণ মানুষদের ভোট গ্রহণ ব্যবস্থা চালু হয়েছিল। সে সময়ে ৮০ বছর বা তার বেশি ভোটারদের এই সুযোগ দেওয়া হয়েছিল।
  • Link to this news (এই সময়)