• মদ খেয়ে ধরা পড়লেই জরিমানা, কড়া নির্দেশিকা খড়্গপুর আইআইটির
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • এই সময়, মেদিনীপুর: ক্যাম্পাসে অ্যালকোহল নিয়ে কড়া নির্দেশিকা আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের। পড়ুয়াদের বুজ়িং থেকে দূরে সরিয়ে রাখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। কোনও পড়ুয়া মদ্যপ অবস্থায় ধরা পড়লে ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে!এমনকী, মদ খেয়ে ক্যাম্পাসের বাইরে কোথাও কোনও ঝামেলা করেছে বা ঝামেলায় জড়িয়েছে প্রমাণিত হলে, সেই ছাত্রছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপও গ্রহণ করা হতে পারে, এই মর্মে গত ১০ই এপ্রিল একটি নির্দেশিকা জারি করেছেন আইআইটির রেজিস্ট্রার।

    নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও ছাত্রছাত্রী যদি প্রথমবার মদ্যপ অবস্থায় ধরা পড়ে, তবে পাঁচ হাজার টাকা জরিমানার সঙ্গে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।

    দ্বিতীয় বার ধরা পড়লে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে এবং সেই সঙ্গে পড়ুয়ার অভিভাবককে জানাবেন কর্তৃপক্ষ। আর, তারপরও কোনও পড়ুয়া একই অপরাধ করলে তাঁকে আইআইটি-র ‘ডিসিপ্লিনারি কমিটি’র সিদ্ধান্ত মেনে নিতে হবে। এমন নির্দেশিকা জারি করে পড়ুয়াদের সতর্ক করেছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।

    এক আধিকারিকের কথায়, এই নির্দেশিকা নতুন কিছু নয়। এর আগেও পড়ুয়াদের সতর্ক করে নির্দেশিকা জারি হয়েছে। যাতে সবাই এই নির্দেশিকা মেনে চলেন, তাই এবার ফাইন একটু বাড়ানো হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন সময় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীদের নামে মদ্যপানের অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার ক্যাম্পাসের বাইরে নানা ঝামেলায় জড়িয়ে পড়েন।

    ক্যাম্পাস থেকে বেরিয়ে মদ্যপান করে মোটর বাইক নিয়ে দুর্ঘটনার কবলেও পড়েছেন আইআইটি খড়্গপুরের পড়ুয়া। এ সব বন্ধ করতেই এমন কড়া নির্দেশিকা বলে খবর। যদিও কেউ কেউ বলছেন, দেশের সেরা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্দেশিকার পরেও সবাই তা পালন করেন না। তবুও কর্তৃপক্ষ তাঁর নিয়ম অনুযায়ী কাজ করবেন এটাই স্বাভাবিক।

    ক্যাম্পাসের পাশাপশি নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া ক্যাম্পাসের বাইরে মদ্যপান করে ধরা পড়েন অথবা মদ্যপান করে বাইরে কোনও ঝামেলায় জড়ান, সেক্ষেত্রে প্রথমবার তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা বা ফাইন দিতে হবে। পাশাপশি বিষয়টি অভিভাবককে জানানো হবে। তাঁদের মুচলেকা দিয়ে ঘোষণা করতে হবে, ভবিষ্যতে ওই পড়ুয়া এ ধরনের কাজ আর করবেন না।

    তারপরেও যদি দ্বিতীয় বার ওই পড়ুয়া একই ঘটনা ঘটান, এবং প্রমাণিত হয় তাহলে ৫০ হাজার টাকা জরিমানার সঙ্গে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে তাঁকে। উল্লেখ্য, প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে সকলেই যে সুশৃঙ্খল হবেন, এমনটা নয়। এই নির্দেশিকার মাধ্যমে আইআইটি-র সমস্ত পড়ুয়াকেই সতর্ক করে দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)