‘খুবই সুস্বাদু!’ জীবনে প্রথম খেলেন, হুগলিতে নতুন জলখাবারে মজে রচনা
এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
সিঙ্গুরের দই জায়গা পেয়েছিল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায়। এবার সেই তালিকায় ভাগ বসাল আরও একটি ঘরোয়া ব্রেকফাস্ট। গ্রামাঞ্চলের দিকে এমনকি, শহরাঞ্চলে এই ব্রেকফাস্ট অনেকেরই প্রিয়। তপ্ত গরমে সেই জলখাবার খেয়ে রচনা বললেন ‘খুব টেস্টি’।হুগলির চন্দ্রমুখী আলুর দম, ঘরে ভাজা মুড়ি আর কাঁচা পিঁয়াজ। এই ছিল তাঁর জলখাবার। প্রচারের ফাঁকে মুড়ি - আলুর দমেই টিফিন সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। খাওয়ায় পরেই বললেন, ‘বাড়িতে বিকালে মুড়ি খাই, কিন্তু সিঙ্গুরের মুড়ির স্বাদ-ই আলাদা।’
এর আগে সিঙ্গুরে দই খেয়ে প্রশংসা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর পান্ডুয়ার ঘুগনী, ধনিয়াখালির চা-এর পর আজ সিঙ্গুরে এক গৃহস্থের বাড়িতে বসে মুড়ি , আলুর দম খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। থালা ভর্তি মুড়ি, বাটি ভর্তি আলুর দম, কাঁচা পিঁয়াজ চামচ দিয়ে খেলেন মন্ত্রী বেচারাম মান্নার পাশে বসে। এতদিনের প্রচারে এই প্রথম মুড়ি আলুর দম খেলেন রচনা। সে কথা নিজেই জানালেন তিনি।
খাওয়া শেষে প্রার্থী রচনা বলেন, ‘এখানকার সব ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকাল বেলা। মুড়ি , আলুর দম সিঙ্গুরের ফেমাস খাবার সেটাও খেলাম। খুব টেস্টি। এসব তো কলকাতায় খাওয়া হয় না। গ্ৰামে বসে একদম অরিজিনাল খাবার খেলাম।’ বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভা এলাকায় প্রচার করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুড খোলা গাড়িতে তিনি প্রচার শুরু করেন আজ। প্রচারের ফাঁকে বৈচিঁপোতা পঞ্চায়েতের বৈজলা এলাকায় মন্দিরে পুজো দেন রচনা। সেখানে মন্ত্র উচ্চারণ করে ফুল নিবেদন করেন ঠাকুরের চরণে। এরপর মন্দির চত্বরে বাতাসা হরিলুঠ দেন তৃনমূল প্রার্থী। এরপর আনন্দনগর পঞ্চায়েত এলাকায় প্রচার করেন রচনা। বিকালে বিঘাটি পঞ্চায়েত এলাকায় জন সংযোগ করবেন প্রার্থী।
হুগলি লোকসভা নির্বাচনের গতবারের জয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শুরু থেকেই নানা বিষয় নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও কারখানার ধোঁয়া নিয়ে মন্তব্য আবার কখনও প্রচারের মাঝেই নিজের মেক আপ দেখে নেওয়া। নানা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ট্রেন্ডিং তৃণমূলের প্রার্থী। এবার তাঁর সকালের ব্রেক ফাস্ট নিয়েও চর্চা শুরু নেট মাধ্যমে।