• নিয়োগ দুর্নীতিতে একশ'র বেশি লোকের নামে আদালতে ১৭,০০০ পাতার চার্জশিট জমা দিল ED
    হিন্দুস্তান টাইমস | ১৯ এপ্রিল ২০২৪
  • প্রায় ১০০ জনকে অভিযুক্ত করে SSC নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি। ৩০০ পাতার এই চার্জশিটের প্রধান অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, প্রশান্ত রায়সহ ১৮ জনের। চার্জশিটের সঙ্গে ১৭ হাজার পাতার নথি জমা দিয়েছে ইডি।

    এদিন নবম – দশম ও একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জশিট পেশ করে ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতির তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থাটির গোয়েন্দারা। ইডি জানিয়েছে, নবম – দশমে প্রায় ৯৪৬ জন ও একাদশ – দ্বাদশে প্রায় ১১২০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। কী ভাবে বেআইনি নিয়োগ হয়েছে তা বিস্তারে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্তকারীরা। সঙ্গে কী ভাবে দুর্নীতির টাকা একজনের থেকে অন্যজনের কাছে পৌঁছেছে রয়েছে তার বিস্তারিত।

    নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২২ সালের ১০ অগাস্ট শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। গত ৩ এপ্রিল তাকে হেফাজতে নেয় ED.  SSCর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রসাদ। মুখ্যমন্ত্রীর পরামর্শে যে কমিটি গঠন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারীরা জানিয়েছেন, শান্তিপ্রসাদের হাত ধরেই নিয়োগে দুর্নীতি হয়েছে। তবে দুর্নীতি জড়িয়ে রয়েছেন একাধিক মিডিলম্যান ও এজেন্ট। কী ভাবে যোগ্য প্রার্থীদের সরিয়ে সেখানে অযোগ্যদের জায়গা করে দেওয়া হবে তার নীল নকশাও তৈরি করতেন শান্তিপ্রসাদ। নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায়ের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইডি।

    বিরোধীদের দাবি, ইডির চার্জশিটে স্পষ্ট যে নিয়োগ দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। যে ভাবে দুর্নীতির শাখা প্রশাখা ছড়িয়েছে তা প্রশাসনের শীর্ষ মহলের মদত ছাড়া সম্ভব নয়। দুর্নীতির উদ্দেশেই SSCর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল বলে দাবি করছে তারা।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)