• শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য
    হিন্দুস্তান টাইমস | ১৯ এপ্রিল ২০২৪
  • শোণিতপুর লোকসভা কেন্দ্র অসমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটির অধিকাংশ অঞ্চল শোনিতপুর এবং কিছু অঞ্চল বিশ্বনাথ জেলা ও লখিমপুর জেলায় অবস্থিত। এই কেন্দ্রটি ২০১৯ সাল পর্যন্ত তেজপুর কেন্দ্র নামে পরিচিত ছিল। ১৯৫৭ সাল থেকে এই লোকসভা কেন্দ্রে নির্বাচন সংঘটিত হয়ে আসছে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির পল্লব লোচন দাস এই কেন্দ্রটি থেকে নির্বাচিত সাংসদ৷ ঢেকিয়াজুলি, বারছাল্লা, তেজপুর, রাঙ্গাপাড়া, সুটেয়া, বিশ্বনাথ, বেহালি, গোহপুর এবং বিহপুরিয়া বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত৷ 

    এবারে  বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন রণজিৎ দত্ত। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রেমলাল গুঞ্জু। অন্যদিকে আপ ও বিপিএফের ক্যান্ডিডেটও আছেন লড়াইয়ে। সবমিলিয়ে আটজন প্রার্থী আছেন লড়াইয়ের ময়দানে। 

    আসুন এক নজরে দেখে নেওয়া যাক ১৯৫৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই অঞ্চলের লোকসভা নির্বাচনের ফলাফল। ১৯৫৭ সালের আগে এই কেন্দ্রটি দারাং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ লোকসভা নির্বাচনে পরপর তিনবার এই কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিজয় চন্দ্র ভগবতি জয়ী হন ১৯৭১ সালেও এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেস দখলেই থাকে৷ এই কেন্দ্রটি থেকে জয়ী হয় কমল প্রসাদ আগরওয়াল৷ এর পরবর্তী ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে জনতা দলের পক্ষ থেকে পূর্ণনারায়ন সিনহা এই কেন্দ্রটি থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ফের ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেস নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। ১৯৮৪, ১৯৯১ এবং ১৯৯৬-এর লোকসভা নির্বাচনে যথাক্রমে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিপিন পাল দাস, স্বরূপ উপাধ্যায় এবং ঈশ্বরপ্রসন্ন হাজারিকা এই কেন্দ্রটি থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪-এর লোকসভা নির্বাচনে মনিকুমার সুব্বা এই কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়েছিলেন। এক সময় একচ্ছত্র আধিপত্য থাকলেও ২০০৯ সালের পর এই কেন্দ্রটিতে কংগ্রেস আর জয়লাভ করতে পারেনি।

    ২০০৯ এর লোকসভা নির্বাচনে অসম গণ পরিষদের জোসেফ টপ্পো এই কেন্দ্রটি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে প্রথম ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রটি থেকে জয়লাভ করেন। রামপ্রসাদ শর্মা ২০১৪ সালে এবং পল্লব দাস ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে সাংসদ নির্বাচিত হন৷ ২০১৪ সালে বিজেপির প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৮৬ হাজারের বেশি ভোট৷ ৯০ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছিলেন। ২০১৯ সালের লোকসভায় ভারতীয় জনতা পার্টি ৯টি আসন পায় অসম রাজ্য থেকে। তেজপুর কেন্দ্রে পল্লব দাস বিজেপির পক্ষ থেকে দু ২ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এই নির্বাচনে ৮৩.৯ শতাংশ মানুষ ভোটদানে অংশ নেন।

    এক নজরে ফিরে দেখা যাক, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। ২০২১ সালের পরিসংখ্যান বলছে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ২০২১ সালের বিধানসভায় ভারতীয় জনতা পার্টি তেজপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটটি বিধানসভা কেন্দ্রেই জয় লাভ করে। কেবলমাত্র তেজপুর কেন্দ্রটিতে অসম গণ পরিষদের পৃথ্বীরাজ রাভা জয়ী হয়েছিলেন। সার্বিক ভাবে ভারতীয় জনতা পার্টির আধিপত্য বজায় রয়েছে লোকসভা কেন্দ্রটিতে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)