• Richard Glesson-CSK: রোহিত-কোহলিই প্রথম দুই শিকার! ঘাতক পেসারকে নিয়ে আইপিএলে ঝড় তুলে দিল ধোনির চেন্নাই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ এপ্রিল ২০২৪
  • CSK squad in IPL 2024:

    চেন্নাই সুপার কিংস (CSK) স্কোয়াডে চোটপ্রাপ্ত ডেভন কনওয়ের স্থলাভিষিক্ত হবেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 থেকে ইনজুরির কারণে ডেভন কনওয়ে বাদ পড়েছেন। সিএসকে আইপিএল ২০২৪-এর বাকি অংশের জন্য রিচার্ড গ্লিসনকে কনওয়ের বদলে স্কোয়াডে যুক্ত করেছে। তিনি ৫০ লক্ষ টাকা রিজার্ভ মূল্যে সিএসকেতে যোগ দেবেন।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)