Lok Sabha Election Live : দেশের মসনদ দখলের লড়াই, শুরু লোকসভা ভোটের রাউন্ড ১
এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
শুরু বহু প্রতীক্ষিত ১৮তম লোকসভা নির্বাচন। দেশের মসনদে কে বসবে? কার হাতে থাকবে ভারতের স্টিয়ারিং? প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীর হ্যাটট্রিক না লোককল্যাণ মার্গের ঠিকানায় এবার নয়া মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে সেই উত্তর। সেই লক্ষ্যেই শুক্রবার থেকে শুরু লোকসভা ভোটের প্রথম পর্ব। জেনে নিন ভোটের প্রতি মুহূর্তের আপডেট...লোকসভা ভোটের প্রথম পর্বে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ২১ জায়গায় ভোটগ্রহণ। রয়েছে ১০২ কেন্দ্র। এ দফায় হাইভোল্টেজ আসনগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, চেন্নাই দক্ষিণ, কোয়েম্বাটোর, নাগপুর, ডিব্রুগড়, জোরহাট, জামুই।
তেলঙ্গনার প্রাক্তন রাজ্যপাল টি সৌন্দরাজন থেকে শুরু করে তামিলনাড়ুর BJP প্রধান কে আন্নামালাই। আবার নকুল নাথ থেকে তরুণ গগৈ কিংবা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি থেকে কিরেণ রিজিজু বা অর্জুনরাম মেঘওয়াল। প্রথমদফায় পরীক্ষায় নামছেন একাধিক হেভিওয়েট।
এই পর্বে ভোট রয়েছে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে। উত্তরের তিনটি লোকসভা কেন্দ্র - আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট অনুষ্ঠিত হবে।রিফ্রেশ করতে থাকুন...