• Viral News: ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে বসেই 'ফেসিয়াল' প্রিন্সিপালের! ধরা পড়তেই সহ শিক্ষিকাকে কামড়
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • যোগী রাজ্যে অবাককাণ্ড স্কুলের মধ্যে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের উন্নাও জেলার একটি প্রাথমিক স্কুলে ক্লাস ফাঁকি দিয়েই চলছিল রূপচর্চা। স্কুলের মধ্যেই চলছিল ফেসিয়াল। আর ফেসিয়াল করতে ব্যস্ত ছিলেন খোদ স্কুলের প্রিন্সিপাল বা অধ্যক্ষা। এখানেই শেষ নয়, রূপচর্চায় বাধা দেওয়ায় স্কুলেরই এক শিক্ষিকাকে কামড়ে দিলেন প্রিন্সিপাল।বৃহস্পতিবার সকালে উন্নাওয়ের বিঘাপুর ব্লকের দন্ডমাউ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সঙ্গীতা সিং স্কুলের ছাত্রদের না পড়িয়ে রূপচর্চার আসর জমান। প্রাথমিক স্কুলের মিড ডে মিলের রান্না করা হয় যে জায়গয় সেখানেই বসে চলছিল প্রিন্সিপালের ফেসিয়াল। ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় গোটা বিষয়টি চোখে পড়ে স্কুলেরই আরেক শিক্ষিকা আনাম খানের।

    বিষয়টি চোখে পড়তেই গোটা ঘটনার ভিডিয়ো করেন আনাম খান। অভিযোগ ভিডিয়ো করতে দেকতে পেয়ে যান প্রিন্সিপাল সঙ্গীতা সিং। সঙ্গে সঙ্গে তাতে বাধাও দেন সঙ্গীতা। সহ শিক্ষিকা আনাম খানকে দেখে তড়িঘড়ি চেয়ার থেকে উঠে পড়েন। অভিযোগ, এরপরই আনাম খানকে তাড়া করেন সঙ্গীতা সিং। ভিডিয়ো শুট করার জন্য আনাম খানের হাতে কামড়ে দেন সঙ্গীত। পরে প্রিন্সিপালের ফেসিয়াল এবং নিজের হাতের কামড়ের দাগ, দুটি ভিডিয়োই সোশ্যল মিডিয়ায় পোস্ট করেন সহ শিক্ষিকা আনাম খান। তবে শুধুমাত্র কাম়ে দিয়েই খান্ত হননি প্রধান শিক্ষিকা, সহ শিক্ষিকাকে রীতিমতো মারধরও করেন বলে অভিযোগ আনাম খানের।

    বাতাসের গতিতে এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। এই ঘটনা নিয়ে থানা পুলিশও হয়। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। অন্যদিকে, ব্লক শিক্ষা আধিকারিক স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিঘাপুর থানার পুলিশ প্রিন্সিপাল সঙ্গীতা সিংয়ের বিরুদ্ধে মামল দায়ের করেছে। তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। বিঘাপুর সার্কেল অফিসার মায়া রাই বলেন, ‘আমরা দন্ডমাউ গ্রামের স্কুলের সহকারী শিক্ষিকার কাছ থেকে অভিযোগ পেয়েছি যে প্রধান শিক্ষিকা স্কুলের মধ্যেই ফেসিয়াল করাচ্ছেন এবং ধরা পড়ে যাওয়ায় সহ শিক্ষিকাকে মারধর করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

    তবে এটাই প্রথম নয়, এর আগেও বহুবার বহু জায়গায় স্কুলের পড়াশোনাকে ফাঁকি দিয়ে কখনও স্কুল চত্বরেই চলেছে শিক্ষকদের পিকনিক। আবার কখনও স্কুলের মধ্যেই চলেছে মদ্যপ অবস্থায় শিক্ষকদের নাচ-গান করে হুল্লোড়। এমন ভুরি ভুরি কিছু নজির রয়েছে যা দেশের শিক্ষা ব্যবস্থা কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একাধিকবার। সেই তালিকায় এবার নতুন সংযোজন উন্নাওয়ের এই প্রাথমিক স্কুলটি।
  • Link to this news (এই সময়)