• Arvind Kejriwal: 'জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র! ডায়েট নিয়ে মিথ্যা দাবি ইডির', বিস্ফোরক অতিশি
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • তিহাড় জেলে বন্দি রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিনি জেলবন্দি। জেলবন্দি থাকা অবস্থায় দিল্লির মুখ্য়মন্ত্রী বাড়ির রান্নার খাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে বিশেষ আদালতে কেজরিওয়ালের অপর এক অনুরোধ খারিজ হয়েছে। রক্তে শর্করার মাত্রা ঠিক রয়েছে কি না তা নিয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য সপ্তাহে তিনবার ভার্চুয়ালি সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। তবে বিশেষ আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়ছে। এরপর ইডির দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুগারের রোগী হয়েও ইচ্ছাতভাবে তাঁর রক্তেব শর্করার মাত্রা বাড়াতে চিনি দেওয়া চা, আম ও মিষ্টি খাচ্ছেন। তাঁদের দাবি, মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার লক্ষ্যেই এই কাজ করছেন কেজরিওয়াল। এই কারণেই তাঁর রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে বলে দাবি করেছে ইডি।ইডি গত ১৫ দিনে কেজরিওয়াল যা যা খেয়েছেন তার একটি তালিকা ও তাঁর রকত্রে শর্করার মাত্রা বিশদ বিবরণ আদালতে জমা দিয়েছে।

    পালটা দিল্লির মন্ত্রী ও আপ নেতা অতিশি ইডির দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর দাবি, 'এটি সম্পূর্ণ ভাবে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র মোদী ও বিজেপির। ইডি ও বিজেপি জেলের মধ্যে তাঁর বাড়িতে রান্না করা খাবার বন্ধ করতে চায়। আদালতে ইডি যে তাঁর মিষ্টি দেওয়া চা ও মিষ্টি খাওয়ার কথা উল্লেখ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।' এর পাশাপাশি তিহাড় জেলের আধিকারিকদের বিরুদ্ধে কেজরিওয়ালকে ইনসুলিন না দেওয়ার অভিযোগ করেছেন।

    তিহাড় জেলে অরবিন্দ কেজরিওয়ালের ডায়েট, ইডির প্রকাশিত তথ্য অনুযায়ী-

    ইডির মতে, ২ এপ্রিল থেকে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স (এটি একটি পরিমাপ যে নির্দিষ্ট কয়েকটি খাবারের জন্য কত তাড়াতাড়ি রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে) ডায়েট চার্ট ফলো করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

    ইডির দাবি, জেলে বসেই চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম খেয়ে চলেছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধির বক্তব্য, 'উনি খুব ভালো করেই জানেন এই ধরনের খাবার খেলে ওঁর ব্লাড সুগার বাড়বে।' তাঁর দাবি, এভাবে ব্লাড সুগার বাড়িয়ে 'মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড' দেখিয়ে কেজরিওয়াল জামিন পেতে চাইবেন। তাঁর নতুন 'ছক' এটি। বৃহস্পতিবার আদালতে ইডির প্রতিনিধি বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল আদালতে চিনি দিয়ে চা, পুরী, আলু সবজি, কলা এই সব খাচ্ছেন। উনি টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস ব্লাড সুগারের রোগী। ওঁর ভালো করেই জানা এই সব খাবার খেলে ব্লাড সুগার বাড়বে ওঁর।' প্রসঙ্গত, আদালতের নির্দেশে জেলে বসে বাড়ির পাঠানো খাবারই খাচ্ছেন আপ সুপ্রিমো।

    ইডির পেশ করা নথি অনুয়ায়ী, কেজরিওয়ালের প্রাতঃরাশের মধ্যে রয়েছে চারটি ডিম, দু'টি কলা, মিষ্টি চা, ভুজিয়া (নিয়মিত খাওয়া হয়)। দুপুরে খাবারে সাধারণত ভাত, আলু, চা, আমের মতো ফল রয়েছে। এছাড়াও ইডির দাবি তিনি কলা, মিষ্টি , ভাত, আলুর তরকারি, নিমকি প্রতিদিন খেয়েছেন আপ সুপ্রিমো। এইসব খাবারের ফলেই তাঁর রক্তে শর্করা বৃদ্ধি ঘটেছে বলে দাবি ইডির। ৪ এপ্রিল সকালে যা ছিল ১১৬, ১২ এপ্রিল তা বেড়ে পৌঁছে গিয়েছে ২৮০-তে। তবে ইডির দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কেজরির আইনজীবী বিবেক জৈন। তিনি বলেন, 'বিষয়টি আদালতে বিচারাধীন। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই খাবার খাচ্ছেন। ইডিই ইচ্ছা করে সমস্যা তৈরি করতে চাইছে যাতে বাড়িতে রান্না করার খাবারও বন্ধ করে দেওয়া যায়।
  • Link to this news (এই সময়)