• ভোট শুরুর আগেই অঘটন, কোচবিহারে কর্তব্যরত জওয়ানের মৃত্য়ু
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • ভোট শুরুর আগেই ঘটে গেল মৃত্যু। প্রথম দফার নির্বাচন শুরুর আগেই মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।জানা গিয়েছ, কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে ছিলেন নীলেশ কুমার নীলু। ভোটের ডিউটিতে যোগ দেওয়ার জন্য বিহার থেকে এসেছিলেন তিনি। তবে গভীর রাতে তাঁর সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

    সূত্রের খবর, বছর ৪২-এর কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান নীলেশ কুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটি করছিলেন। পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানান হয়েছে, বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রে ডিউটি করার সময়েই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্তপাতও শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই জওয়ানকে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, মৃত জওয়ানের দেহের ময়নাতদন্ত করা হবে।

    এদিকে নির্ধারিত সময়ে শুরু হয়ে গিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা এলাকাতেই চলছে ভোটগ্রহণ। এই লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার ৮৯৩, তাঁদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৯ লাখ ও পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ। এছাড়াও রয়েছেন ৩৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও। এবারের লোকসভা নির্বাচনে কোচবিহারে BJP-র প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক। তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকে। আর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন নীতীশচন্দ্র রায়।

    ভোটের আবহে একের পর এক অশান্তির খবরও পাওয়া যাচ্ছে কোচবিহার থেকে। জেলার মাথাভাঙায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকী ওই বিজেপি কর্মীর টাকা ও মোবাইলও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির। পাশাপাশি কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের একটি কার্যালয়ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এক্ষেত্রেও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।
  • Link to this news (এই সময়)