Abhishek Banerjee: ইডির হাতে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট, প্রশ্ন তুলে জল্পনায় ঘি অভিষেকের!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ এপ্রিল ২০২৪
Abhishek Banerjee On Sujay Krishna Bhadras Voice Sample:
শেষপর্যন্ত ইডির হাতে এসেছেনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র-র কণ্ঠস্বরের নমুনা। তবে ভয়েস ক্লিপের সঙ্গে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের মিলে রয়েছে কি না তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। যা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায়।