• Arvind Kejriwal:‌ তিহাড় জেলে কেজরিওয়ালকে ‘‌মেরে’‌ ফেলার চেষ্টা হচ্ছে, অভিযোগ আপের ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তিহাড় জেলে ‘‌খুনের চেষ্টা’‌ অরবিন্দ কেজরিওয়ালকে!‌ বিস্ফোরক অভিযোগ তুলল আম আদমি পার্টি। আপের মন্ত্রী অতীশীর অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁকে জেলেই মেরে ফেলার চেষ্টা হচ্ছে। অতীশীর দাবি, মুখ্যমন্ত্রীর ওজন অনেকটা কমে গিয়েছে। তাঁর যথাযথ চিকিৎসা ও দেখভাল হচ্ছে না। কেজরিওয়াল টাইপ টু ডায়াবেটিক রোগী। জেলে তাঁকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না। এমনকী ডায়বেটিস রোগীদের যে ন্যূনতম ইনসুলিন দেওয়া হয়, সেটাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অতীশীর। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাবি করেছে, কেজরিওয়াল ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও জেলে বসে খেয়ে চলেছেন চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম! এভাবে ব্লাড সুগার বাড়িয়ে ‘মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড’ দেখিয়ে জামিন পেতে চাইবেন কেজরি। ইডির সেই অভিযোগের পাল্টা অভিযোগ তুলেছে আপ। অতীশীর কথায়, ‘‌অরবিন্দ কেজরিওয়াল ৩০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। নিয়মিত ইনসুলিন নিতে হয় তাঁকে। কিন্তু তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না।’‌ আপ নেত্রীর দাবি, কেজরিওয়ালকে ভোটে হারাতে পারে না বিজেপি। তাই জেলেই খুন করার চেষ্টা করা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)