• Tarakeswar: ‌কমিউনিটি আইটি সেন্টারের হাত ধরে কর্মজীবনে নতুন দিশা তারকেশ্বরে...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ কমিউনিটি আইটি সেন্টারের মাধ্যমে হয়েছে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা। গরিব ঘরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে বড়গাছ ফাউন্ডেশন। জেলায় থাকা একাধিক কমিউনিটি আইটি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলের গরিব দুঃস্থ পড়ুয়াদের। প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে শংসাপত্র। একইসঙ্গে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নানান সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে গড়ে উঠছে প্রশিক্ষিত পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ। গত বছরের ১৭ অক্টোবর তারকেশ্বরের চাঁপাডাঙ্গা কলেজ রোডে এই কমিউনিটি আইটি সেন্টারের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন।। জনা–স্মল ফিনান্স ব্যাঙ্কের সহযোগিতায় এবং বড়গাছ ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে তোলা সেন্টারটিতে বর্তমানে পড়ুয়ার সংখ্যা শতাধিক। সম্পূর্ণ বিনামূল্যে শুধু ছাত্রছাত্রী নয়, সমাজের সমস্ত বয়সের মানুষদের কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি চাকরির প্রস্তুতির ট্রেনিং দেওয়া হয়। দৈনিক ক্লাস হয় সকাল আটটা থেকে দশটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত। এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স। প্রশিক্ষণ শেষে সংস্থার তরফে দেওয়া হয় শংসাপত্র। প্রশিক্ষণরত ছাত্রী সুস্মিতা দাসের মা পূজা দাস বলেছেন, এই উদ্যোগে অনেক উপকার হয়েছে। বাইরে যে কোনও জায়গায় কম্পিউটার প্রশিক্ষণ নিতে অনেক খরচ। এখানে বিনামূল্যে শিখতে পারছে। ফলে অনেক উপকার হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাল্টু চ্যাটার্জি বলেছেন, বছর খানেক হল কমিউনিটি সেন্টার চালু করা হয়েছে। সেন্টার বেশ ভালই চলছে। বিনা খরচে সব বয়সের মানুষের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা একটা ভাল উদ্যোগ। ফলে গরিব বাড়ির ছেলে মেয়েরা উপকৃত হচ্ছে।
  • Link to this news (আজকাল)