হামলা ঠেকাতে ব্যর্থ, ইরানে মিসাইল আক্রমণ ইজরায়েলের...
২৪ ঘন্টা | ১৯ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সপ্তাহান্তে, ইরান সিরিয়ায় তার দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইজরায়েলি হামলার পরে প্রতিশোধমূলক আক্রমণে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইজরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামানো হয়েছিল।ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে যে ইজরায়েলকে আমাদের স্বার্থের বিরুদ্ধে আরও যে কোনও সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে কারণ জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল সতর্ক করেছিলেন যে মধ্যপ্রাচ্য সর্বাধিক বিপদের মুহুর্তে রয়েছে। গত সোমবার (স্থানীয় সময়) ইজরায়েলের সামরিক প্রধান বলেছিলেন যে গত সপ্তাহের শেষে ইরানের করা আক্রমণের জবাব দেবে ইজরায়েল। তাঁরা আরও জানায় মধ্যপ্রাচ্যে সংকট বৃদ্ধির আশঙ্কার মাঝেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এদিকে, ইরান বলেছে যে তারা ইজরায়েলের যেকোনও হামলার ‘সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া’ দেবে এবং প্রয়োজনে ‘আগে কখনও ব্যবহার হয়নি এমন অস্ত্র’ ব্যবহার করবে।ইজরায়েলের সামরিক প্রধান, হার্জি হালেভি জোর দিয়ে বলেছিলেন যে ইজরায়েল তার পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করছে এবং ১৩ এপ্রিলে ইরানের করা হামলার ‘প্রতিক্রিয়া দেওয়া হবে’। অন্যদিকে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-বিদেশমন্ত্রী আলী বাগেরি কান জোর দিয়ে বলেছিলেন যে ইরানের প্রতিক্রিয়ার গতি ‘কয়েক সেকেন্ডেরও কম হবে।’ ১৩ এপ্রিল, ইরান প্রথমবার তার চিরশত্রু ইজরায়েলের উপর সরাসরি আক্রমণ শুরু করে। সেই দিন ৩০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ করা হয়। সিরিয়ার রাজধানী দামাস্কাসে তেহরানের কনস্যুলেট ভবনে ১ এপ্রিলের একটি মারাত্মক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছিল। এই হামলার ঘটনায় ইজরায়েলকে দায়ী করা হয়েছিল।ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের আক্রমণের প্রতিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার তাঁর যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক তলব করেছেন। সরকার এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তের বিষয়ে কোনও ঘোষণা করেনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে নেতানিয়াহু, মার্কিন শীর্ষ কর্মকর্তা স্টিভ স্কালিসের সঙ্গে কথোপকথনে বলেছেন যে ‘ইজরায়েল আত্মরক্ষার জন্য যা যা করা দরকার তা করবে’।মনে করা হচ্ছিল, ইজরায়েল এই সংঘাতকে আরও না বাড়াতে প্রবল আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ইজরায়েলকে একটি বিস্তৃত কূটনৈতিক প্রতিক্রিয়া তৈরি করার জন্য সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ দেখতে চাই না। আমরা আঞ্চলিক সংঘাত দেখতে চাই না।’ তিনি আরও বলেন, এটা ইসরায়েলের সিদ্ধান্ত নিতে হবে ‘তারা কী এবং কীভাবে প্রতিক্রিয়া জানাবে’। কিন্তু এরপরেও বৃহস্পতিবার ইরানকে আক্রমণ করে ইজরায়েল।