Jyoti Amge: কোলে চেপে ভোট দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মহিলা জ্য়োতি আমগে, দেখুন ভিডিয়ো
এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
লম্বা ভোটের লাইন। তার মধ্য়ে আবার কড়া রোদ। সেই চড়া রোদের দীর্ঘ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা জ্য়োতি আমগে। ১৯ এপ্রিল দেশজুড়ে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলছে ২১টি রাজ্য় ও কেন্দ্রশাসিক অঞ্চলে। মহারাষ্ট্রের নাগপুরে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন। সেই লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন জ্যোতি। শুক্রবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে ভোটের প্রথম ধাপে তাঁর পরিবারের সঙ্গে ভোট দিলেন জ্য়োতি।বিশ্বের সবচেয়ে ছোট মহিলা জ্যোতি আমগে। ৬২.৮ সেন্টিমিটার উচ্চতার জ্যোতি কিসাঙ্গে আমগের বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা। লোকসভা প্রথম দফার ভোটে সকলের সঙ্গেই ভোট দেন ২ ফুট ১ ইঞ্চির জ্য়োতি। পরিবারের সদস্যের কোলে চেপে ভোট দেন জ্য়োতি। নিজে ভোট দিয়ে এসে সকলকেই ভোট দানের উৎসাহিত করেছেন তিনি। জ্য়োতি বলেছেন, 'সকলকে ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রথমে ভোট দিন সকলে, তারপর নিজের অন্যান্য় কাজ সারুন। আমি পরিবারের সঙ্গে এসে ভোট দিয়েছিল। আমাদের সকলেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত।' আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবি তুলেছেন জ্যোতি।
দেখুন জ্য়োতি আমগের ভোট দেওয়ার ভিডিয়ো
ভোট দেওয়ার পর কী বার্তা দিলেন জ্য়োতি?
২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জ্যোতি তাঁর উচ্চতার জন্য নাম তোলেন। বর্তমানে তিনি একজন সেলিব্রিটি। পাশাপাশি তিনি একজন তারকা রাঁধুনি ও উদ্যোগপতিও বটে। ২০১২ সালে বিগ বস-এ অতিথি হয়ে এসেছিলেন জ্য়োতি। তিনি মার্কিন ও ইতালীয় টেলিভিশন সিরিজে অভিনয়ও করেছেন। পুণের লোনাভালার ওয়াক্স মিউজিয়ামে জ্যোতির মূর্তিও রয়েছে।
দেখুন জ্য়োতির পোস্ট করা ছবি
মিশরের গিজা শহরে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে জ্য়োতির তোলা ছবি সকলের নজরে এসেছিল। মিশরের রাজধানী শহর কায়রোর কাছে গিজার গ্রেট স্পিংস এবং গিজা পিরামিডের পাশে আইকনিক এই জুটিকে পোজ দিতে দেখা যায়। সুলতানের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। জ্যোতি ও সুলতানকে আমন্ত্রণ জানিয়েছিল মিশরের পর্যটন প্রোমোশন বোর্ড। ২০১৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সব থেকে লম্বা মানুষ হিসেবে সুলতান নাম লিখিয়ে ফেলেছেন। জ্যোতির একধরনের বামনতা আছে যাকে বলা হয় অ্যাকোন্ড্রোপ্লাসিয়া, যা তার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। সুলতানের মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি। ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।