• Calcutta High Court: গরমে কিছুটা স্বস্তি আইনজীবীদের, কী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ এপ্রিল ২০২৪
  • Lawyers Should Not Wear Black Gown In Summer:

    চলছে দাবদাহ। কিন্তু তাতেও লম্বা হাতা সাদা পোশাক, গলা বন্ধ সাদা কলার, টাই ও কালো জোব্বা থেকে রেহাই নেই আইনজীবীদের। এভাবেই চলে এই এজলাস থেকে ওই এজসালে ছোটাছুটি। ফলে আরও গলদঘর্ম অবস্থা। প্রচণ্ড কষ্ট আইনজীবীদের। যা বুঝতে পেরেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শুক্রবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই গরমে আইনজীবীদের পোশাক সংক্রান্ত সমস্যা ঘোচাতে বিশেষ বিবৃতি জারি করেছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)