পুষ্টিকর খাবারে বাজিমাত বাংলার। সেরার সেরার শিরোপা ঝুলিতে পুরেছে এই বাঙালি পদ। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের আটপৌরে বধূ এক কথায় এ যেন নতুন এক ইতিাস রচনা করে ফেলেছেন। দেশের সেরা পুষ্টিকর খাবারের দৌড়ে প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে গাঁয়ের বধূর হাতে তৈরি ‘কাঁকড়া-ডাল।’