• RCB: ভাগ্য ফেরাতে ইডেনে রং বদলাচ্ছেন কোহলিরা
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রহর গোনা শুরু। তাপপ্রবাহকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার দুপুরে ইডেন ভরাতে তৈরি কোহলি ভক্তরা। এবার ক্রিকেটের নন্দনকাননে মহেন্দ্র সিং ধোনির ম্যাচ না থাকায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। এবারের আইপিএলে কলকাতায় এটাই সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচ। সাতের মধ্যে ছটি ম্যাচই হেরেছে আরসিবি। তাও এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা তুঙ্গে। একমাত্র বিরাট কোহলির জন্য। ইডেনে থেকেই ভাগ্যের চাকা ঘোরাতে চায় বেঙ্গালুরু। তাই বদলে ফেলা হল রং। ২০১১ আইপিএল থেকে "গো গ্রিন" উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সবুজ জার্সি চালু করেছিল আরসিবি। তারপর থেকে প্রত্যেক আইপিএলে একটি ম্যাচে সবুজ জার্সি পরে নামেন কোহলিরা। তবে সেটা প্রতিবারই হোম ম্যাচে হয়। এবার সেই রীতি বদলে যাচ্ছে। এবার অ্যাওয়ে ম্যাচে সবুজ পরে নামবে আরসিবির ক্রিকেটাররা। সুতরাং, ইডেনে ভিন্ন রঙে দেখা যাবে কোহলিদের। ভাগ্য ফেরাতে চলতি বছরের শুরুতে ফ্র্যাঞ্চাইজির নাম বদলে ফেলা হয়েছে। পরিবর্তন এসেছে লোগোতেও। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি। হাফ ডজন হারে টেবিলের তলানিতে বেঙ্গালুরু। এবার জার্সির রং বদলে কি ভাগ্য ফেরাতে পারবেন কোহলিরা? ২০১৭ আইপিএলে ইডেনে ৪৫ রানে অল আউট হয়ে যাওয়ার আতঙ্ক কিন্তু এখনও তাড়া করে বেড়াচ্ছে আরসিবিকে। তবে সবকিছু ব্যাকসিটে রেখে নাইটদের ডেরায় জয়ে ফিরতে মরিয়া থাকবে বেঙ্গালুরু। রবি দুপুরে আরও একবার কোহলি-গম্ভীর দ্বৈরথ দেখার জন্য তৈরি কলকাতা। 
  • Link to this news (আজকাল)