• Madhya Pradesh: ‌দু’‌সপ্তাহেই পাল্টি, বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস প্রার্থীকে ভোটে জেতানোর আওয়াজ তুললেন ছিন্দওয়াড়ার মেয়র ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দু’‌সপ্তাহের মধ্যেই খেলেন পাল্টি। প্রথম দফায় ভোট হচ্ছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া আসনে। এই আসনে লড়ছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথের পুত্র নকুল নাথ। এদিকে, ছিন্দওয়াড়ার মেয়র বিক্রম আহাকে (‌যিনি সম্প্রতি বিজেপিতে যোগ দেন)‌ নকুল নাথকে ভোট দেওয়ার আওয়াজ তুলেছেন। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন বিবেক বান্টি সাহু। প্রসঙ্গত, ১ এপ্রিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং বিজেপি সভাপতি ভিডি শর্মার উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিক্রম আহাকে। কিন্তু শুক্রবার তিনি আবেদন জানালেন ছিন্দওয়াড়ার কংগ্রেস প্রার্থী, বিদায়ী সাংসদ নকুল নাথকে ভোট দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘‌একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরেই দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। অনুভব করলাম যে এমন এক জন ব্যক্তির সঙ্গে অনুচিত কাজ করছি, যিনি ছিন্দওয়াড়ার উন্নয়ন করেছেন!’ ওই পোস্টে বিক্রম আহাকে আরও বলেছেন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ ছিন্দওয়াড়ার উন্নয়নে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কমলের পুত্র নকুলই ছিন্দওয়াড়ায় কংগ্রেসের প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের সব আসনে হেরে গেলেও কেবল এই আসনে জিতেছিলেন নকুল। তাই ভোটটা নকুলকেই দিন। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের প্রথম তফসিলি জনজাতির মেয়র বিক্রম আহাকে। 
  • Link to this news (আজকাল)