• Lok Sabha Elections:‌ চলছে প্রথম দফা, দুপুর ১টা পর্যন্ত পড়ল প্রায় ৪০ শতাংশ ভোট...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট উৎসবে মেতেছে গোটা দেশ। শুক্রবার থেকে শুরু হয়েছে লোকসভা ভোট। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত গোটা দেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। এই দফায় ভোটারের সংখ্যা প্রায় ১৬.‌৬৩ কোটি। যার মধ্যে আট কোটির বেশি পুরুষ ভোটার। শতাংশের হিসেবে দেখলে ভোট পড়ছে ভালই। প্রথম দফায় ভোট চলছে তামিলনাড়ুর ৩৯ আসনেই। এছাড়া রাজস্থানের (‌১২)‌, উত্তরপ্রদেশের (‌৮)‌, মধ্যপ্রদেশের (‌৬)‌, উত্তরাখণ্ডের (‌৫)‌, অরুণাচল প্রদেশের (‌২)‌, মেঘালয়ের (‌২)‌, আন্দামান ও নিকোবরের (‌১)‌, মিজোরামের (‌১)‌, নাগাল্যান্ডের (‌১)‌, পুডুচেরির (‌১)‌, সিকিমের (‌১)‌, লাক্ষাদ্বীপের (‌১)‌ মহারাষ্ট্রের (‌৫)‌, অসমের (‌৫)‌, বিহারের (‌৪)‌, পশ্চিমবঙ্গে (‌৩)‌, মণিপুরের (‌২)‌ ও ত্রিপুরা, জম্মু–কাশ্মীর ও ছত্তিশগড়ের একটি করে আসনে চলছে ভোটগ্রহণ। একাধিক প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। তাতে অবশ্য ভোটদানে খামতি নেই। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, জীতেন্দ্র সিং, অর্জুন সিং মেঘওয়াল, সর্বানন্দ সোনওয়ালদের। এছাড়াও কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকে’‌র কানিমোঝি ও তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই রয়েছেন হেভিওয়েটদের তালিকায়। 
  • Link to this news (আজকাল)